Pashkura: গরু-বাছুর নিয়ে অথৈ জলে গ্রামের মানুষ, ছেড়েও যে যাওয়া যায় না…

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Sep 20, 2024 | 11:22 AM

Pashkura: বাড়ির নিচের তলা জলমগ্ন। কেউ বা ছাদের উপরে আছেন। বৃহস্পতিবার থেকে এনডিআরএফ এলাকায় এসেছে ঠিকই। তবে সকলকে বের করা সম্ভব হয়নি বাড়ি থেকে। অভিযোগ, অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে এলেও সঠিক আশ্রয় পাননি। বহু এলাকায় পর্যাপ্ত খাবার পৌঁছয়নি বলেও অভিযোগ। চরমে পানীয় জলের সমস্যা।

Pashkura: গরু-বাছুর নিয়ে অথৈ জলে গ্রামের মানুষ, ছেড়েও যে যাওয়া যায় না...
গরু বাছুর ঘরের ভিতর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: গবাদি পশুদের আঁকড়ে জলবন্দি এলাকাবাসী। এখনও উদ্ধার করতে পারল না প্রশাসন। করুণ এ ছবি পাঁশকুড়ার। পাঁশকুড়া পুর এলাকায় বিস্তীর্ণ অংশ জলে ডুবে রয়েছে। গৃহবন্দি এলাকার লোকজন। গরু, বাছুর বা অন্য পোষ্যদেরও একই দুর্ভোগ। তাদের ছেড়ে যে বাড়ির লোকেরা বেরিয়ে যাবেন, সেটাও তো সম্ভব নয়। ফলে চরম জল-যন্ত্রণায় এলাকার লোকজন।

বাড়ির নিচের তলা জলমগ্ন। কেউ বা ছাদের উপরে আছেন। বৃহস্পতিবার থেকে এনডিআরএফ এলাকায় এসেছে ঠিকই। তবে সকলকে বের করা সম্ভব হয়নি বাড়ি থেকে। অভিযোগ, অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে এলেও সঠিক আশ্রয় পাননি। বহু এলাকায় পর্যাপ্ত খাবার পৌঁছয়নি বলেও অভিযোগ। চরমে পানীয় জলের সমস্যা।

স্থানীয় বাসিন্দা পারুল সামন্তের কথায়, জলে পড়ে থাকা কাকে বলে, বুঝছেন তাঁরা। রাস্তায় জল, খাওয়া-থাকার ব্যবস্থা নেই। মহম্মদ ওয়াসিম আক্রম খান নামে আরেক বাসিন্দার কথায়, পরিস্থিতি ভয়াবহ। বাড়ির ভিতরেই এক গলা জল। রাস্তাও ডুবে। ত্রাণ মেলেনি, খাওয়ার জল নেই, পাননি ত্রিপলও। ভয়াবহ পরিস্থিতি। বাড়িতে অবলা পশু রয়েছে, তাদেরও অসহায়তা চরমে।

এই খবরটিও পড়ুন

এনডিআরএফের লোকজন সকাল থেকেই এলাকায়। তাঁরা জানান, সকাল ৭টায় পুরসভা থেকে ফোন আসে। মঙ্গলদাঁড়িতে যেতে বলা হয়। সেইমতো এসেছেন। উদ্ধারকাজ চলছে।

Next Article