CM Mamata Banerjee: আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি : মমতা

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Apr 05, 2023 | 5:26 PM

CM Mamata Banerjee: প্রসঙ্গত, রামনবমীর পর থেকেই রাজ্যের নানা প্রান্তে লাগাতার অশান্তির খবর আসতে থাকে। এবার হনুমান জয়ন্তীর আগে সতর্ক হাইকোর্টও। দেওয়া হয়েছে বড় নির্দেশ।

CM Mamata Banerjee: আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি : মমতা
“আমি আদালতের অর্ডারকে স্বাগত জানাচ্ছি। আশা করি এটা সবাই মেনে চলবে।" বললেন মমতা

Follow Us

কলকাতা : আদালতের নির্দেশকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন দিঘা থেকে মমতা বলেন, “আমি আদালতের অর্ডারকে স্বাগত জানাচ্ছি। আশা করি এটা সবাই মেনে চলবে।” এছাড়াও এদিন ফের মুখ্যমন্ত্রীকে শান্তির বার্তা দিতে দেখা যায়। তিনি বলেন, “আগামীকাল হনুমান দেবের পুজো আছে। সবাই শান্তিতে সবকিছু পালন করুন। শান্তিতে পালন করলে কোনও অসুবিধা হয় না। বাংলা শান্তির জায়গা। বাংলায় সব ধর্ম, সব উৎসব, সবাইকে আমরা সম্মান করি। আমি এখনও বলি ধর্ম যাঁর যাঁর নিজের আর উৎসব কিন্তু সবার। সবার উৎসবে আমরা যেন শান্তিতে মিলিত হতে পারি। গোটা পৃথিবীতে শান্তি থাক, দেশে শান্তি থাক, বাংলায় শান্তি থাক।”

প্রসঙ্গত, রামনবমীর (Ram Navami) পর থেকেই রাজ্যের নানা প্রান্তে লাগাতার অশান্তির খবর আসতে থাকে। এবার হনুমান জয়ন্তীর আগে সতর্ক হাইকোর্টও। ইতিমধ্যেই হনুমান জয়ন্তীতে মিছিল করার জন্য প্রায় ১৬০টি আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। সেই মিছিলে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যা নিয়ে চাপানউতর চলছে রাজনৈতিক মহলে। 

শিবপুরের পর রামনবমীর মিছলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল হুগলির রিষড়ায়। আদালতের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলাতেই উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সূত্রের খবর, শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর (prevention is better than cure)। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তাতে স্পষ্ট যে ওই এলাকার অবস্থা স্বাভাবিক নয়।’ এরপরই এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা যায় কি না এদিন সেই প্রশ্নও করা হয় রাজ্যকে।

Next Article