পূর্ব মেদিনীপুর: অমিত শাহ (Amit Shah)-এর কর্মসূচির হেলিপ্যাড তৈরি ঘিরে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)-র মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়াল তমলুকে। হেলিপ্যাড তৈরিতে বাধা এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২ বিজেপি কর্মী। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোটমুখী বাংলায় মার্চের গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি হিসেবে হেলিপ্যাড তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ তীব্র ঝামেলায় জড়াল বিজেপি ও তৃণমূল।
আগামী ২১ মার্চ পূর্ব মেদিনীপুরে তমলুক সাংগঠনিক জেলা কার্যকর্তাদের নিয়ে নির্বাচনী প্রস্তুতির বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কিন্তু শুক্রবার বিকেলে হঠাৎই ছন্দপতন। হেলিপ্যাড তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শুক্রবার বিকেলে তৃণমূলের স্থানীয় নেতাদের আশ্রিত একদল দুষ্কৃতী গিয়ে চড়াও হয় তাদের সমর্থকদের উপর। অভিযোগ, হেলিপ্যাড তৈরিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে বিজেপি কর্মীরা বাধা না মেনে হেলিপ্যাড তৈরির কাজ চালিয়ে যেতে গেলে না তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন তমলুক নগর মণ্ডলের দু’জন বিজেপি কর্মী। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিজেপি সমর্থকদের সাথে তৃণমূল বাহিনীর প্রবল বচসা শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও। এদিকে দোষীদের শাস্তির দাবিতে রাস্তা ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী ও সমর্থকরা পরিস্থিতি বেগতিক বুঝে তৃণমূলের বাহিনী পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপির। এ নিয়ে তমলুক থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করছে বিজেপি। তার পর ওই এলাকা জুড়ে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।