পূর্ব মেদিনীপুর: বাংলা ভোট আবহে সপ্তমে রাজনৈতিক পারদ। নির্বাচনের দৌলতে বঙ্গে ঘনঘন পা পড়ছে হেভিওয়েট নেতাদের। কিছুদিন আগেই বাংলায় পরিবর্তন যাত্রায় এসে দক্ষিণশ্বরে পুজো দিয়েছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। এ বার ময়নায় বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দার (Ashok Dinda) সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রামপদ মান্না নামে এক নাপিতের বাড়িতে ভাত খেলেন তিনি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী @ChouhanShivraj জী-র সাথে ভোজন।#SonarMoyna #SonarBangla #Vote4BJP #Bjp4Bengal #BJP pic.twitter.com/aVBpBdnBVn
— Ashoke Dinda (@dindaashoke) March 19, 2021
পূর্বপরিকল্পনা অনুযায়ী, শুক্রবার সকাল ১১ টা নাগাদ বলাইপণ্ডা স্কুলের মাঠে জনসভায় অংশ নেন শিবরাজ। সভা থেকে সরাসরি মমতা সরকারকে তোপ দেগে তিনি বলেন, “বাংলায় তো সরকার বদলাবেই। পাশা পাল্টে গিয়েছে। এ বার দিদি যাবেন আর বিজেপি আসবে।” ময়নার প্রার্থী বাংলার প্রাক্তন পেসার অশোক দিন্দার ভূয়সী প্রশংসা করেন শিবরাজ।
ममता दीदी जायेगी और @BJP4Bengal जीतेगी, तो बंगाल में श्री @narendramodi जी के विकास का खेला होबे।
जनता के कल्याण का खेला होबे।
किसान के खाते में पैसा आने का खेला होबे।
रोजगार देने का खेला होबे।
और ममता दीदी का खेला खत्म होबे।#Vote4SonarBangla pic.twitter.com/ZgeDHNfoDT
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 19, 2021
সভা শেষে স্থানীয় নাপিত রামপদ মান্নার বাড়িতে কলাপাতায় করে মধ্যাহ্নভোজ সারেন দিন্দা ও শিবরাজ। একদিকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বাংলার পেসার, নিজের বাড়িতে অতিথিদের সম্মান জানাতে পেরে আপ্লুত রামপদ নিজেও। সকাল থেকেই বাড়িতে রান্নার প্রস্তুতিতে উঠে পড়ে লাগেন তিনি। দুপুরে বাংলার ঘরোয়া নিরামিষ রান্নায় মধ্যাহ্নভোজ সারেন শিবরাজ।
প্রচারে গিয়ে দিন্দা বলেন, “এতদিন বাংলার মানুষের মাথায় ছাদ ছিল না, পেটে খাবার ছিল না। এ বার বিজেপি ক্ষমতায় এসে আসল ছাদ, তৈরি হবে। আর অনাহারে ভুগতে হবে না।” এ দিন শিবরাজকে স্বাগত জানাতে সেজে উঠেছিল গোটা ময়না। রাস্তা জুড়ে আলপনা এঁকে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয় মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীকে। স্থানীয় কৃষ্ণ মন্দিরে পুজো দেন শিবরাজ।
पश्चिम बंगाल के मोयना विधानसभा क्षेत्र में @BJP4Bengal के प्रत्याशी श्री अशोक डिंडा जी के समर्थन में आयोजित सभा में जनता से मिले अपार स्नेह एवं आत्मीयता के लिए आभार प्रकट करता हूं।
आपके इस समर्थन से जनता की सेवा एवं प्रदेश की प्रगति का संकल्प और मजबूत हुआ है। pic.twitter.com/V6kSCmVqWN
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 19, 2021
पश्चिम बंगाल के मोयना विधानसभा के पोरमानंदपुर में श्री कृष्ण मंदिर में पूजा-अर्चना कर सबके मंगल एवं कल्याण के लिए प्रार्थना की।
हे प्रभु ममता दीदी के कुशासन से मुक्ति प्रदान कीजिये, सोनार बांग्ला का सपना साकार कीजिए और सबके जीवन में आनंद एवं अपनी अनंत कृपा की वर्षा कीजिये। pic.twitter.com/G5vbrYbmST
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 19, 2021
স্পষ্টত, বঙ্গে এসে বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টায় কোনও ফাঁক রাখছেন না বিজেপির হেভিওয়েট নেতারা। স্থানীয় বাড়িতে মধ্যাহ্নভোজ থেকে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের চেষ্টাকে ভোট অঙ্কের সূচক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন: ‘দিদির বিদায় সময়ের অপেক্ষা’, কালীঘাটে পুজো দিয়ে তোপ শিবরাজের