‘দিদির বিদায় সময়ের অপেক্ষা’, কালীঘাটে পুজো দিয়ে তোপ শিবরাজের
এখানেই থামেননি শিবরাজ। শাসক শিবিরের বিরুদ্ধে এদিন সুর চড়িয়ে তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী জয় শ্রী রাম শুনতে পারেন না।এখানে কাটমানির সরকার আর তুষ্টি করণ নীতি চলছে।’
উত্তর ২৪ পরগনা: একদিনের জন্য বঙ্গ সফরে এসে দিনভর ঠাসা কর্মসূচি পালন করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একই সঙ্গে নির্বাচন প্রসঙ্গে শাসক শিবিরকে বাক্যবাণে ঝাঁঝরা করতেও বাকি রাখলেন না মধ্য প্রদেশ প্রধান।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় বঙ্গে পা পড়ছে হেভিওয়েট বিজেপি নেতাদের। রবিবার, বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি পালন করতে হাওড়ায় আসেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কর্মসূচিতে যোগদানের আগে কালীঘাটে ও দক্ষিণেশ্বরের মন্দিরে সস্ত্রীক পুজো দেন শিবরাজ।
कोलकाता के दक्षिणेश्वर काली मंदिर में स्थित श्रद्धेय रामकृष्ण परमहंस जी की कुटी में पहुंचकर श्रद्धासुमन अर्पित किया। यह उनकी कर्मभूमि और साधनास्थली रही है।
आज भी उस पवित्र स्थल पर उनके कठिन तप और विचारों के आनंदमयी प्रकाश की सुखद अनुभूति होती है। उनके चरणों में प्रणाम! pic.twitter.com/zCkYcK2Iy7
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 28, 2021
कोलकाता में दक्षिणेश्वर काली मंदिर में मैया का दर्शन कर पश्चिम बंगाल को हिंसा, भ्रष्टाचार और अन्याय से मुक्त कर इस पवित्र धरा को नवजीवन देने की प्रार्थना की।
मैया के आशीर्वाद से बंगाल में @BJP4Bengal के रूप में नया सूर्य उदित होगा और हमारे भाई-बहनों का जीवन आनंददायी हो जायेगा। pic.twitter.com/RIqsjoHlqJ
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 28, 2021
কালীঘাটে পুজো দেওয়া প্রসঙ্গে শিবরাজ জানান, পশ্চিমবঙ্গে হিংসা,দুর্নীতি ও ভ্রষ্টাচার রুখতে শান্তি স্থাপন ও সর্বোপরি বাংলার মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। এদিন দক্ষিণেশ্বর মন্দিরেও পুজো দেন শিবরাজ। রামকৃষ্ণের ধামে, রবীন্দ্র জন্মভূমিতে আসতে পেরে নিজেকে কৃতার্থ ও ধন্য মনে করছেন এমনটাই জানান তিনি। একই সঙ্গে তিনি বার্তা দেন, বাংলায় এবার দিদি যাবে, ভাজপা আসবেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘২ মে, দিদি গেয়ি, ভাজপা আইই’।
দিদি গেছি, ভজপা আইই
पश्चिम बंगाल में @BJP4Bengal के 130 से ज्यादा कार्यकर्ताओं ने बलिदान दिया है, उनका बलिदान व्यर्थ नहीं जायेगा।
2 मई, दीदी गई, भाजपा आई। pic.twitter.com/44HlmWKTSC
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 28, 2021
পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ বলেন, ‘দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা কে দর্শন করে আমি গর্বিত। পশ্চিমবঙ্গে হিংসা আর দাঙ্গার রাজনীতি চলছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মার খাচ্ছেন। ১৩০ জন বিজেপির কার্যকর্তার মৃত্যু হয়েছে। কারুর বলিদান ব্যর্থ হবে না। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যই হল ‘মারো কাটো’।
“टीएमसी” का तो नाम हो गया है….
तोड़ो, मारो, काटो! pic.twitter.com/Mg7DOPMO0N
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 28, 2021
এখানেই থামেননি শিবরাজ। শাসক শিবিরের বিরুদ্ধে এদিন সুর চড়িয়ে তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী জয় শ্রী রাম শুনতে পারেন না।এখানে কাটমানির সরকার আর তুষ্টি করণ নীতি চলছে।’ উল্লেখ্য, এর আগে একাধিকবার বিজেপি নেতৃত্ব মমতার সরকারকে ‘কাটমানির সরকার’ বলে কটাক্ষ করেছেন।
বিজেপি নেতৃবর্গ যে ‘সোনার বাংলা’ তৈরির কথা বলেন, সে প্রসঙ্গে শিবরাজ বলেন, ‘যতই মারপিট করুক তৃণমূল সরকার, বাংলায় পরিবর্তন হবেই। সোনার বাংলা হবেই। জয় মা কালী, কলকাত্তাওয়ালি তেরা বচন যায় না খালি।’
এদিন, হাওড়ার মৌড়িগ্রামে জনসভাও করেন শিবরাজ। সভায় উপস্থিত ছিলেন সদ্য দলত্যাগী প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও দলত্যাগী বালির বিধায়ক বৈশালী ডালমিয়া।
मौड़ीग्राम, ज़िला हावड़ा में आयोजित जनसभा। #PoribortonYatra https://t.co/hciN75x2BX
— Office of Shivraj (@OfficeofSSC) February 28, 2021
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: ভিক্ষা নয়, ভাগীদারি চাইতে এসেছিঃ আব্বাস সিদ্দিকি