Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway: ১ টাকাও লাগে না, এই পাঁচ পরিষেবা একেবারে ফ্রি-তে দেয় রেল

Railway: বাড়তি কোনও টাকা এজন্য যাত্রীকে খরচ করতে হয় না। এই বিষয়ে অনেকেই জানেন না। জেনে এই পাঁচটি এমন সুবিধা যা রেল একেবারে ফ্রি'তেই যাত্রীদের দিয়ে থাকে।

Railway: ১ টাকাও লাগে না, এই পাঁচ পরিষেবা একেবারে ফ্রি-তে দেয় রেল
চলছে না ট্রেনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 12:38 AM

নয়া দিল্লি: দেশের লাইফলাইন ভারতীয় রেল! বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতেই। কাশ্মীর থেকে কন্যাকমারী পর্যন্ত ছড়িয়ে রেলপথ। গোটা দেশে প্রতিদিন প্রায় ৪ কোটি মানুষ এক জায়গা থেকে দেশের অন্য প্রান্তে যাতায়াত করে থাকেন। আর এই যাত্রাকালে ভারতীয় রেল যাত্রীদের বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এবং তা একেবারে বিনামূল্যে দেয় রেল। বাড়তি কোনও টাকা এজন্য যাত্রীকে খরচ করতে হয় না। এই বিষয়ে অনেকেই জানেন না। জেনে এই পাঁচটি এমন সুবিধা যা রেল একেবারে ফ্রি’তেই যাত্রীদের দিয়ে থাকে।

যে পাঁচ সুবিধা ভারতীয় রেল বিনামূল্যে দেয়

প্রাথমিক চিকিৎসা

ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনে ভ্রমণের সময় যদি আপনি যদি হঠাত করে অসুস্থ বোধ করেন তাহলে প্রাথমিক চিকিৎসা দেবে ভারতীয় রেল। এজন্য প্রথমেই আপনাকে টিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। কিংবা রেলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। এজন্য কোনও টাকা লাগবে না। শুধু তাই নয়, যদি যাত্রীর অবস্থা খুব গুরুতর হয়, তাহলে পরবর্তী স্টেশনে তাঁর চিকিৎসার ব্যবস্থাও রেল করবে।

লকার রুম

দেশের সমস্ত বড় রেলস্টেশনে ভারতীয় রেলওয়ে লকার রুম এবং ক্লোকরুম সুবিধা প্রদান করে। যেখানে আপনি আপনার লাগেজ এক মাসের জন্য রেখে যেতে পারো। এটি সম্পূর্ণ বিনামূল্যে নয়, তবে এর চার্জ এতটাই নামমাত্র যে তা দিতে কোনও ভাবেই গায়ে লাগবে না।

ওয়েটিং রুমে বিনামূল্যে বিশ্রামের ব্যবস্থা

দেশের প্রায় সমস্ত স্টেশনেই ওয়েটিং রুমের ব্যবস্থা আছে। এসি এবং নন-এসি ওয়েটিং রুম আছে। যদিও ট্রেন লেট করে কিংবা কোনও স্টেশনে নেমে অনয ট্রেন ধরার কথা থাকে তাহলে ওয়েটিং রুমে বিনামূল্যে বিশ্রাম নিতে পারেন। এজন্য শুধু আপনাকে আপনার ট্রেনের টিকিট দেখাতে হবে। কোনও টাকা দিতে হবে না।

বিনামূল্যে খাবারের ব্যবস্থা

শতাব্দী, রাজধানী বা দুরন্তের মতো বিশেষ ট্রেনে ভ্রমণ করছেন কিন্তু আপনার ট্রেন ২ ঘন্টার বেশি লেট! চিন্তা নেই। রেলওয়ে বিনামূল্যে খাবারের সুবিধা প্রদান করবে। এমনকি আইআরসিটিসির ই-ক্যাটারিং পরিষেবা থেকেও আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।

কম্বল চাদরের সুবিধা

এসি ফার্স্ট ক্লাস, এসি ২, এসি ৩ কোচে যদি যাত্রা করেন তাহলে একটি কম্বল, একটি বালিশ, দুটি বিছানার চাদর ব্যবহার করতে দেবে রেল। এমনকী হাত মছার জন্যে একটি তোয়ালেও দেবে রেল। কোনও টাকা এজন্য যাত্রীকে দিতে হয় না। তবে গরীব রথে যাত্রার ক্ষেত্রে এজন্য অতিরিক্ত ২৫ টাকা দিতে হবে। কিছু ট্রেনের স্লিপার ক্লাসে বিছানার রোল দেওয়ার সুবিধাও রয়েছে।