PM Modi: গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত: মোদী
PM Modi: প্রধানমন্ত্রী এদিন বলেন, "বিগত কিছু সময় ধরে বিশ্ববাজার অস্থিরতার মুখে পড়েছে। এর জন্যও ভারত নতুন উদ্য়োগ শুরু করেছে। ইন্ডিয়া-মিডল ইস্ট করিডর এমনই এক উদ্যোগ, যা এশিয়ার সঙ্গে মধ্য প্রাচ্যকে জুড়বে। এতে আর্থিক সম্ভাবনা তো বাড়বেই, বিশ্বের কাছে বাণিজ্যের বিকল্প রুট খুলে যাবে।"

নয়াদিল্লি: ভারতের অর্থনীতি ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশ্বমঞ্চে এখন ভারতকে সবাই সমীহের চোখে দেখে। ভারতের পরামর্শ মন দিয়ে শুনে। টিভি৯ নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটে ভারতের এই জার্নি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর বক্তব্য, ভারত ক্রমশ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছে।
শুক্রবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। ২ দিনের এই গ্লোবাল সামিটের প্রথম দিন মঞ্চ আলোকিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তৃতায় দেশের অগ্রগতি, ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরেন। এগারো বছর আগেও বিশ্বের ১১তম অর্থনীতির দেশ ছিল ভারত। এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে ভারত। প্রধানমন্ত্রী বলেন, “আইএমএফ জানিয়েছে, গত ১০ বছরে ভারতের জিডিপি দ্বিগুণ হয়েছে।”
প্রধানমন্ত্রী এদিন বলেন, “বিগত কিছু সময় ধরে বিশ্ববাজার অস্থিরতার মুখে পড়েছে। এর জন্যও ভারত নতুন উদ্য়োগ শুরু করেছে। ইন্ডিয়া-মিডল ইস্ট করিডর এমনই এক উদ্যোগ, যা এশিয়ার সঙ্গে মধ্য প্রাচ্যকে জুড়বে। এতে আর্থিক সম্ভাবনা তো বাড়বেই, বিশ্বের কাছে বাণিজ্যের বিকল্প রুট খুলে যাবে। এতে গ্লোবাল ট্রেড চেইন আরও মজবুত হবে। গ্লোবাল সিস্টেমকে আরও মুক্ত করার জন্য ভারত একাধিক পদক্ষেপ করেছে। ভারত মণ্ডপমেই জি২০ সামিট হয়েছিল। ভারত আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য করা হয়েছে। এটা বড় পদক্ষেপ ছিল। দীর্ঘদিনের এই দাবি ভারত পূরণ করেছে। ভারত গ্লোবাল সাউথের কণ্ঠ হয়ে উঠেছে। ভারতের প্রচেষ্টা বিশ্বে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। এটা তো সবে শুরু।”
এই খবরটিও পড়ুন
ভারতের বিদেশনীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আগে ভারতের নীতি ছিল, সবার থেকে সমান দূরত্ব রেখো চলো। আর এখন ভারতের নীতি হল, সবার সঙ্গে সমান কাছে চলো। দুনিয়ার দেশগুলি ভারতের মতামত, ভারতের আবিষ্কার, ভারতের পরিশ্রমকে যতটা গুরুত্ব এখন দেয়, তা আগে কখনও হয়নি। এখন দুনিয়ার নজর ভারতে। দুনিয়া জানতে চায়, ভারত আজ কী ভাবছে।”





