দু’দফা ভোটে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, কী বলল কমিশনের রিপোর্ট?

সৈকত দাস |

Apr 01, 2021 | 10:42 PM

নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে উদ্ধার হয় বিজেপি কর্মী উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ। কমিশনের (Election Commission) প্রাথমিক রিপোর্টে জানানো হয় নিহত বিজেপি কর্মীর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই।

দুদফা ভোটে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, কী বলল কমিশনের রিপোর্ট?
দু দফা ভোটে দুই বিজেপি কর্মীর আত্মহত্যার ঘটনা

Follow Us

পূর্ব মেদিনীপুর: একুশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021) প্রথম দফা ভোটের আগে দিনহাটার বিজেপি (BJP) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয় জোর রাজনৈতিক চাপানউতোর। দ্বিতীয় দফা ভোটের দিন সকালেও নন্দীগ্রামে আর এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হল তীব্র চাঞ্চল্য। দিনহাটার মৃত বিজেপি (BJP) কর্মী অমিত সরকারের মৃত্যুর পিছনে উঠে এসেছে আত্মহত্যার তত্ত্ব। নির্বাচন কমিশন (Election Commission)-এর রিপোর্টেও বলা হয় দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। এরপর ভোটের টিকিট না পেয়ে তাঁকে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। এদিন নন্দীগ্রামে ভেকুটিয়ায় উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ উদ্ধারের নেপথ্যে উঠে এসেছে রাজনৈতিক চাপের কথা। কী বলল কমিশনের প্রাথমিক রিপোর্ট?

নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে উদ্ধার হয় বিজেপি কর্মী উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ। বিজেপি কর্মী–সমর্থকেদর দাবি, বুধবার রাত থেকেই তৃণমূলের গুন্ডারা তাদের কর্মীকে খুনের হুমকি দিয়েছিল। সেই থেকে ভয় পেয়েই হয়তো আত্মহত্যা করে বসেন তিনি। এই ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। এদিন সন্ধের সময় কমিশনের প্রাথমিক রিপোর্টে জানানো হয় নিহত বিজেপি কর্মীর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: খুন নয়, আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি কর্মী, বিবেক দুবের রিপোর্ট কমিশনে

প্রসঙ্গত, এদিন সকালে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে উদ্ধার হয় বিজেপি কর্মী উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ। এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় ভেকুটিয়া অঞ্চলে। বিজেপি কর্মী–সমর্থকদের দাবি, বুধবার রাত থেকেই তৃণমূলের গুন্ডারাতাদের কর্মীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। সেই থেকে ভয় পেয়েই আত্মহত্যা করেন তিনি বলে অভিযোগ। উঠেছে ভোটদানে বাধা দেওয়ার কথাও। এই প্রেক্ষিতে কমিশনের প্রাথমিক রিপোর্টেও জানানো হল আত্মহত্যা করেছেন উদয়শংকর। তবে এর পিছনে রাজনৈতিক চাপ ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

Next Article