হলদিয়া: এবার আর সভা বা মঞ্চ থেকে নয়, হলদিয়ার বিজেপি প্রার্থী তাপসী মণ্ডলের (Tapasi Mandal) সমর্থনে স্কুটার চালিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। সোমবার হলদিয়ায় বিজেপি সমর্থকদের নিয়ে বেশ কিছুটা রাস্তা স্কুটার চালিয়ে ভোট প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর পাশের একটি মোটর বাইকে চালকের পিছনে আসনে ছিলেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী।
স্মৃতি ইরানির নেতৃত্বে হলদিয়া টাউনশিপের বিভিন্ন এলাকা রোড-শো হয়। তার পর ক্ষুদিরাম নগর এলাকায় একটি জনসভা করেন তিনি। সেই সভায় তিনি রাজ্যের শাসকদলকে আক্রমণ শানিয়ে বলেন, ‘‘যিনি নিজেকে বাংলার মেয়ে বলে গর্ব করছেন সেই বাংলায় বয়স্কা মাকে আহত হতে হচ্ছে, মহিলাদের ধর্ষণের স্বীকার হতে হচ্ছে। বাংলা সুরক্ষিত নেই। তাই বাংলাকে সুরক্ষিত রাখতে বিজেপির প্রার্থীদের ভোট দিন’’।
আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, নন্দীগ্রাম, মহিষাদল, নন্দকুমার, তমলুক-সহ মোট নটি বিধানসভা কেন্দ্রে আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এবার হাই-ভোল্টেজ লড়াই। একদিকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন একদা তাঁরই দলের সেনাপতি শুভেন্দু অধিকারী। এদিকে নন্দীগ্রামের শিল্প নগরী হলদিয়া বিধানসভার দিকেও এবার আলাদা ভাবে নজর রয়েছে রাজনৈতিক মহলের। কারণ, গত গত পাঁচ বছরে ধরে এখানকার বিধায়ক ছিলেন বামফ্রন্টের। তবে এখন সেই তাপসী মণ্ডল এবার বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর এবং শুভেন্দুর হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী। এছাড়া চা-চক্র, গৃহ-সম্পর্ক, সমাবেশ ইত্যাদিও হয়েছে। এবার হলদিয়া টাউনশিপ থেকে স্কুটার চালিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হলদিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে অম্বুজা শপিং মল মোড়ের সামনে পথসভায় যোগদান করেন স্মৃতি।
আরও পড়ুন: দল সঠিক মূল্যায়ণ করেনি, ক্ষোভে একের পর এক পদ থেকে ইস্তফা তৃণমূল নেতার
কিছুদিন আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালীঘাট থেকে নবান্ন ইলেকট্রিক স্কুটারে যাতায়াত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুটা জায়গা তিনি নিজেও স্কুটার চালিয়েছেন। অন্যদিকে বাংলায় সভা করতে এসে এর আগেও মোটরবাইক চালিয়ে প্রচার করেছেন স্মৃতি ইরানি। রাজনৈতিক মহল মনে করছে মুখ্যমন্ত্রীকে বিঁধতেই বাইকে সওয়ারি হলেন স্মৃতি।