পূর্ব মেদিনীপুর: পূর্বে হুগলি নদী ও দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও পশ্চিমে ওড়িশা রাজ্য ঘেরা পূর্ব মেদিনীপুর। ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হলদি নদীর তীর বরাবর নন্দীগ্রাম (Nandigram) আসনই একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) মহা-যুদ্ধক্ষেত্র। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে ভাগ্যপরীক্ষা হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কয়েক মাস আগে যোগ দিয়েই বিজেপির হেভিওয়েট নেতা হয়ে ওঠা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অন্যদিকে সংযুক্ত প্রার্থী হিসেবে লড়ছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)।
শুভেন্দু প্রকাশ্যেই স্বীকার করেছেন যে এই ভোটের ফল তাঁর ‘কেরিয়ার’ ঠিক করে দেবে। আর মুখ্যমন্ত্রীকে হারাতে পারলে রাজ্যের অবিসংবাদী জয়ী নেতার তকমা পাবেন শুভেন্দু। কিন্তু তিনি হারলে ফলাফলটা শুধু মমতা বনাম শুভেন্দুতে আটকে থাকবে না। তৃণমূল আর মমতা সমার্থক। মমতার হার মানেই তৃণমূলের হার। নন্দীগ্রামে মমতার জয় মানে বাংলায় তৃণমূলের জয়। আর তৃণমূলের জয় মানে বিজেপির হার। যা কেন্দ্রের বিজেপির কাছেও একটা বড় ধাক্কা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই রাজ্য তো বটেই সারা দেশের চোখ এখন পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রে। দেখে নিন এই ভিআইপি কেন্দ্রের তথ্য।
তথ্য ১:
নন্দীগ্রামে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ১৫৫ জন। তাৎপর্যপূর্ণভাবে পুরুষ ও মহিলা ভোটারের অনুপাতের ফারাক নন্দীগ্রামে কম। পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮ জন। বলাই বাহুল্য মহিলা ভোট একটা অন্যতম বড় ফ্যাক্টর নন্দীগ্রামে। তাই মমতা হোক বা শুভেন্দু প্রতিটি জনসভায় মহিলা ভোটারদের কথা আলাদা করে ভাষণে উল্লেখ করছেন তাঁরা।
তথ্য ২:
নন্দীগ্রাম বিধানসভার বুথ সংখ্যা ৩৩৫ টি। মেইন বুথ ২৭৮ টি এবং অক্সলিয়ারি বুথের সংখ্যা ৭৭টি। এর মধ্যে আবার নন্দীগ্রাম-১ ব্লকে বুথ রয়েছে ২২২ টি এবং নন্দীগ্রাম- ২ ব্লকে আছে ১৩৩টি বুথ। ১ এপ্রিলের ভোটের দিন নিরাপত্তায় থাকছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আবার ভিআইপি এই কেন্দ্রে বহিরাগত ঢুকছেন বলে অভিযোগ শানিয়েছেন তৃমমূল নেত্রী। অন্যদিকে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে উঠেছে সন্ত্রাস করার অভিযোগ। এই প্রেক্ষিতে প্রিসাইডিং অফিসার চাইলে ১৪৪ ধারা জারি করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তথ্য ৩:
মমতা নন্দীগ্রাম থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণার পর শুভেন্দুর কটাক্ষ ছিল ৬২ হাজারের ভরসায় তিনি ভোটে লড়তে চাইছেন। কিন্তু সেখানেও তিনি ‘সিঁদ কাটবেন’ বলে হঁশিয়ারি দেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। রাজনৈতিক মহলেরক মতে শুবেন্দু আসলে হিন্দু ও মুসলিম ভোটারের দিকে ইঙ্গিত করেছেন। নন্দীগ্রাম-১ ব্লকে হিন্দু ভোটার রয়েছেন ৬৬ শতাংশ এবং মুসলিম ভোটার ৩৪ শতাংশ। নন্দীগ্রাম টাউন, সোনাচূড়া, সামসাবাদ, ভেকুটিয়া, দাউদপুর, গোকুলনগর, হাজরাকাটা, ভূতার মোড়ের মত এলাকাগুলি মূলত মূলত মুসলিম অধ্যুষিত।
অন্যদিকে নন্দীগ্রাম ২ ব্লকে হিন্দু ভোটার রয়েছেন ৮৮ শতাংশ এবং মুসলিম ভোটার ১২ শতাংশ। বয়াল, খোদামবাড়ি, বিরুলিয়া, আমদাবাদ, সুবদি হল মুসলিম অধ্যুষিত এলাকা।
তথ্য ৪:
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে ১ লক্ষ ৩৪ হাজার ৬২৩ ভোট পান শুভেন্দু অধিকারী। তাঁর পরে ছিলেন সিপিআই প্রার্থী আব্দুল কবীর শেখ। পেয়েছিলেন ৫৩ হাজার ৩৯৩টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন মাত্র ১০ হাজার ১৭৩ টি ভোট।
কে জিতবেন নন্দীগ্রামে?
একে-একে দুইয়ের অঙ্ক নয় এটা। নন্দীগ্রামে জমি আন্দোলনের কৃতিত্ব কারও একার নয়। নন্দীগ্রাম যেমন শুভেন্দুর কেরিয়ার তৈরি করে দিয়েছে, তেমন এটাও সত্যি, তরুণ এই নেতা মাটি কামড়ে থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের সংগঠন শক্তিশালী করেছেন। দু’পক্ষই একে-অন্যের পরিপূরক ছিল এতদিন।
আরও পড়ুন: রাত পোহালেই ভোট, নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা
এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হয়ে রয়েছ নন্দীগ্রাম। ৩৪ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ‘পরিবর্তন’-এর সরকার আনার অনুঘটক হিসেবে কাজ করেছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে এবার বিজেপি জিতলেই বাংলার আসল পরিবর্তন হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১০ বছরেরও বেশি সময় ধরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে নন্দীগ্রামে ছিলেন শুভেন্দু। তিনিই এবার বিজেপিতে যোগ দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একদা তাঁর দলনেত্রীকে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা হুংকার ছেড়েছেন মমতা। অন্যদিকে দীর্ঘদিন সিপিআই-র গড় বলে পরিচিত নন্দীগ্রামে এই প্রথমবার বামেরা প্রার্থী করেছে সিপিএম নেত্রীকে। সব মিলিয়ে সারা দেশের চোখ এখন নন্দীগ্রামের ওপর।