Akhil Giri: কবাডি..কবাডি, মাঠে নেমে একেবারে চমকে দিলেন মন্ত্রী অখিল গিরি

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 19, 2023 | 11:11 AM

Akhil Giri: ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন হবে যে দল তারা জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে। সমুদ্র সৈকত শহর দীঘার পাশেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে। শুধু স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকরাও এই খেলা উপভোগ করছেন।

Akhil Giri: কবাডি..কবাডি, মাঠে নেমে একেবারে চমকে দিলেন মন্ত্রী অখিল গিরি
খেলছেন অখিল গিরি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: ছোটবেলায় কবাডি খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকেরই। তবে ৬০ পেরিয়েও খোদ মন্ত্রী যে এত ভাল খেলতে পারবেন, তা অনেকেরই জানা ছিল না। সোমবার কার্যত চমক দিয়ে মাঠে নেমে পড়েন তিনি। চ্যাম্পিয়নশিপে খেলবেন, এমন খেলোয়াড়দের সঙ্গেই কবাডি খেলায় মাতলেন তিনি। কখনও কখনও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন তরুণ খেলোয়াড়দেরও। বর্তমানে রাজ্যের কারা মন্ত্রীর দায়িত্বে থাকা অখিল গিরি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। অনেক সময় বিতর্কেও নাম জড়িয়েছে তাঁর। তবে তাঁর খেলার দক্ষতা সম্পর্কে জানতেন না বহু অনুগামীও।

সোমবার দীঘায় বিদ্যাভবন স্কুলের মাঠে শুরু হল ৬৭ তম ‘রাজ্য কবাডি চ্যাম্পিয়নশিপ’। স্টেট কাউন্সিল কবাডি চ্যাম্পিয়নশিপ-এর সূচনা করতেই উপস্থিত ছিলেন কারা মন্ত্রী অখিল গিরি। রাজ্যের মোট ২০টি জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। থাকছেন ২৪০ জন প্রতিযোগী। ১৭ বছরের কম বয়সী ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন হবে যে দল তারা জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে। সমুদ্র সৈকত শহর দীঘার পাশেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে। শুধু স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকরাও এই খেলা উপভোগ করছেন।

মন্ত্রী অখিল গিরি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি প্রমুখ। ১৯ ডিসেম্বর জয়ী দলকে পুরস্কার প্রদান করা হবে।

Next Article