AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolaghat: কোলাঘাটে ঘাস-পদ্মের ভাগ্যের শিকে বামেদের হাতেই! জল মাপছে শাসক-বিরোধী সব পক্ষ

TMC-BJP: ওই গ্রাম পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে ১২টি জিতেছে তৃণমূল। বিজেপিও জিতেছে ১২টি আসনে। আর একটি আসন জিতেছেন সিপিএম প্রার্থী অনুপ মাইতি। এমন অবস্থায় তাই বোর্ড গঠনের জন্য ওই বাম প্রার্থীর বাড়িতে ছুটছেন তৃণমূল ও বিজেপি দুই পক্ষই।

Kolaghat: কোলাঘাটে ঘাস-পদ্মের ভাগ্যের শিকে বামেদের হাতেই! জল মাপছে শাসক-বিরোধী সব পক্ষ
প্রতীকী ছবিImage Credit: টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 1:24 PM
Share

কোলাঘাট: পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। কিছুদিন বাদেই বোর্ড গঠন হতে চলেছে। কিন্তু পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতে কে বোর্ড গঠন করবে, তা নিয়ে এখনও কিছু চূড়ান্ত হল না। সেখানে ঘাসফুল ও পদ্মফুলের ভাগ্য নির্ধারণ করছে বামেদের হাতেই। ওই গ্রাম পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে ১২টি জিতেছে তৃণমূল। বিজেপিও জিতেছে ১২টি আসনে। আর একটি আসন জিতেছেন সিপিএম প্রার্থী অনুপ মাইতি। এমন অবস্থায় তাই বোর্ড গঠনের জন্য ওই বাম প্রার্থীর বাড়িতে ছুটছেন তৃণমূল ও বিজেপি দুই পক্ষই। সিপিএম প্রার্থীর সমর্থন আদায়ের চেষ্টা করছে দুই ফুলই।

যদিও সিপিএমের জয়ী প্রার্থী অনুপ মাইতির বক্তব্য, দলের নির্দেশমতো তিনি নিরপেক্ষই রয়েছেন। দুই দলের নেতারাই তাঁর বাড়িতে আসছেন বটে, তাঁদের দিকে টানার চেষ্টা করছেন। কিন্তু অনুপবাবু সেসবে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। দলের নির্দেশে নিরপেক্ষই থাকছেন তিনি, দাবি সিপিএমের জয়ী প্রার্থীর। তবে বোর্ড গঠন নিয়ে আশাবাদী তৃণমূল ও বিজেপি উভয় শিবিরই। বিজেপি যেমন দাবি করছে, সিপিএম প্রার্থী-সহ বেশ কয়েকজন তৃণমূল প্রার্থীর সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। বোর্ড গঠনের ক্ষেত্রে ওই প্রার্থীদের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী পদ্ম শিবির। বিজেপি শিবির বলছে, ‘আমরাই বোর্ড গঠন করব এবং ওরা আমাদের সমর্থন করবে।’ আগামী ৯ অগস্টের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

এদিকে তৃণমূল শিবিরও বোর্ড গঠন নিয়ে যথেষ্ট উৎসাহী। তৃণমূলের ব্লক সভাপতি অসীম মাঝির সাফ বক্তব্য, তাঁদের দলের থেকে কেউ বিজেপিকে সমর্থন দেবে না। উল্টে বিজেপির থেকেই কেউ কেউ তৃণমূলে চলে আসবে বলে দাবি তৃণমূল নেতার। বোর্ড গঠনের জন্য তৃণমূল কারও উপর চাপ তৈরি করছে না বলেও দাবি তাঁর। সিপিএমের জয়ী প্রার্থীর প্রসঙ্গে তিনি বলছেন, ‘আমরা বোর্ড গঠনের ক্ষেত্রে কাউকেই মানসিক চাপ দেব না। উনি যদি মনে করেন বিজেপিকে সমর্থন করবেন, তাহলে করতে পারেন। আর উনি যদি মনে করেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন তো সেটাও করতে পারেন।’