নন্দীগ্রাম: পঞ্চায়েত নির্বাচনের মুখে বড় পদক্ষেপ রাজ্য প্রশাসনের। দায়িত্ব থেকে আপাতত সরানো হচ্ছে নন্দীগ্রামের আইসিকে। প্রশাসনিক সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। এতদিন নন্দীগ্রাম (Nandigram) থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুমন রায়চৌধুরী। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্বে থাকবেন ডিএসপি মমিনুল হক। কী কারণে এই বদলি, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রামের আইসিকে দায়িত্ব থেকে সরানো স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে ১৫ দিনের জন্য ছুটিতে যাচ্ছেন নন্দীগ্রামের আইসি।
উল্লেখ্য, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে বার বার অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। বাম, কংগ্রেস, বিজেপির সব পক্ষেরই কিছু না কিছু অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আর এরই মধ্যে রাজ্য প্রশাসন সূত্র খবর, আইসির দায়িত্ব থেকে সরানো হয়েছে সুমন রায়চৌধুরীকে। তিনি নন্দীগ্রামের দায়িত্ব নিয়েছিলেন ২০২২ সালের মার্চে। তাঁর আগে আইসি হিসেবে দায়িত্বে ছিলেন তুহিন বিশ্বাস। সেই আইসির বিরুদ্ধেও বিরোধী শিবিরের, বিশেষ করে বিজেপির বিস্তর অভিযোগ ছিল। সেইরকম এক আবহেই তুহিন বিশ্বাসকে বদলি করে সুমন রায়চৌধুরীকে দায়িত্বে বসানো হয়েছিল।
বঙ্গ রাজনীতিতে অন্যতম হটস্পট হল নন্দীগ্রাম। একুশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল বাংলা। একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী। টান টান উত্তেজনায় ভরা গণনাপর্ব শেষে নন্দীগ্রামের বিধায়ক হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় থেকে শাসক-বিরোধী সব পক্ষের নজরে নন্দীগ্রাম। শহিদ পরিবারদের নিয়ে টানাটানি। সব কিছুই বার বার ঘুরে ফিরে এসেছে নন্দীগ্রামে। আর এসবের মধ্যেই এবার প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, নন্দীগ্রামের আইসিকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে। পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।