WB Panchayat Polls 2023: প্রাক্তন দল সিপিএম-এর হয়ে ভোট চাইলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি লক্ষ্মণ শেঠ

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 06, 2023 | 2:03 PM

WB Panchayat Polls 2023: ২০২৩ সালের ত্রিস্তরী পঞ্চায়েতের আজ শেষ প্রচার। তার আগে সব রাজনৈতিক নেতা নেত্রীরা করছেন একাধিক নির্বাচনী প্রচার দলীয় প্রার্থীদের সমর্থনে।

WB Panchayat Polls 2023: প্রাক্তন দল সিপিএম-এর হয়ে ভোট চাইলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি লক্ষ্মণ শেঠ
লক্ষ্মণ শেঠ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: প্রথমে সিপিএম, তারপর বিজেপি, বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি। আর পঞ্চায়েত ভোটের সময় এই লক্ষ্মণ সেনের বক্তবেই দানা শুরু হল চর্চা। এবার দলের হয়ে নয়, বরং প্রাক্তন দল সিপিএম-এর হয়ে ভোট চাইলেন তিনি।

২০২৩ সালের ত্রিস্তরী পঞ্চায়েতের আজ শেষ প্রচার। তার আগে সব রাজনৈতিক নেতা নেত্রীরা করছেন একাধিক নির্বাচনী প্রচার দলীয় প্রার্থীদের সমর্থনে। ভোকাল টনিক দিচ্ছেন কর্মী সমর্থকদের উজ্জীবিত করার ক্ষেত্রে। শাসকদল বলছে উন্নয়ের কথা, বিরোধী দলগুলি বলছে সরকারের দুর্নীতির কথা। এই পরিস্থিতিতে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে লক্ষ্মণের বক্তব্যে তৈরি হল জল্পনা।

লক্ষ্মণ শেঠ বললেন, “আপনারা এই বারের ভোটটা সিপিআইএম-কে দিন।” কেন এমন কথা বললেন? সেই উত্তরও নিজেই দিলেন নেতা। বললেন, “আমরা সব জায়গায় প্রার্থী দিতে পারিনি। আর সিপিআইএম এর সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। তাই ভোটটা বাম প্রার্থীদের দিন। আপনার ভাববেন না আমি সিপিআইএম-এর জন্য ভোট চাইছি।” তবে কংগ্রেসের রাজ্য নেতা এহেন বক্তব্য জেলায় শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।

উল্লেখ্য, ২০১৬ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর বিজেপিতে যোগ দেন লক্ষ্মণ শেঠ। বেসরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগে তাঁকে বিতাড়িত করে সিপিএম। কিন্তু বেশিদিন বিজেপিতেও থাকেননি। ২০১৮ সালে কংগ্রেসে যোগ দেন। কিন্তু এরপরও বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

একসময় সিপিএম-এর অন্যতম দাপুটে নেতা ছিলেন লক্ষ্মণ শেঠ। বাম শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। দল তাঁকে বহিষ্কারের করেছে বহু বছর হয়ে গিয়েছে। এতদিন পর প্রাক্তন সেই দলের হয়ে ভোট চাইলেন তিনি। যা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে।

Next Article