TMC: ‘ওরা বিজেপির হয়ে কাজ করেছে, তৃণমূলে আসতে দেব না’; কুণালের সভায় যোগদান কর্মসূচি ভণ্ডুল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 06, 2022 | 11:04 PM

Purba Medinipur: বিক্ষোভকারীদের বক্তব্য, যাঁরা তৃণমূলে যোগ দিতে চাইছেন তাঁরা গত ভোটে বিজেপির হয়ে ময়দানে কাজ করেছেন। তাই কোনওভাবেই তাঁদের দলে নেওয়া যাবে না।

TMC: ওরা বিজেপির হয়ে কাজ করেছে, তৃণমূলে আসতে দেব না; কুণালের সভায় যোগদান কর্মসূচি ভণ্ডুল
পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষ।

Follow Us

পূর্ব মেদিনীপুর: সুতাহাটায় দলীয় কর্মী-সমর্থকদের আপত্তির জেরে ভেস্তে গেল তৃণমূলের যোগদান কর্মসূচি। হলদিয়ার সুতাহাটায় কুণাল ঘোষের (Kunal Ghosh) উপস্থিতিতে রবিবার ছিল যোগদান সভা। কিন্তু দলেরই একাংশ বাধ সাধেন। অভিযোগ, মঞ্চের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, যাঁরা তৃণমূলে যোগ দিতে চাইছেন তাঁরা গত ভোটে বিজেপির হয়ে ময়দানে কাজ করেছেন। তাই কোনওভাবেই তাঁদের দলে নেওয়া যাবে না। এই অনুষ্ঠানে ছিলেন সৌমেন মহাপাত্রও। বিক্ষোভকারীদের কোনওভাবেই বোঝানো যায়নি। শেষমেশ যোগদান কর্মসূচি বাতিল ঘোষণা করতে হয়।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “যাঁদের নাম ঘোষণা করা হয়েছিল, তাঁরা সকলেই শুভেন্দুর সঙ্গে ছিলেন। তবে শুভেন্দু বিজেপিতে গেলেও তাঁরা বিজেপিতে যাননি। শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ার কারণে তাঁদের দলে নিতে আপত্তি জানান কর্মীরা। বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে বসে ঠিক করে নেওয়া হবে। এ নিয়ে কোথাও কোনও দ্বন্দ্ব, বিঘ্ন থাকবে না।”

অন্যদিকে এক বিক্ষোভ প্রদর্শনকারী সংবাদমাধ্যমে বলেন, “ওরা জামা বদলানোর মতো বদলাবে ভাবছে। কিছুদিন আগে আমাদের এখানে যে নেতা ছিলেন ওনার নেতৃত্বেই বিজেপির হয়ে কাজ করেন। আমাদের বেরোতে দিচ্ছিলেন না। আজ এসে বলছেন দলে ফিরতে চাই। ওরা নিজেদের স্বার্থে আসার চেষ্টা করছেন। ওদের কোনওভাবেই আমরা দলে মানতে পারব না।” যদিও কুণালের বক্তব্য, এটা একটা ভুল বোঝাবুঝি।

হলদিয়া শহর তৃণমূলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল সুতাহাটা বাজারে। তার আগে চণ্ডীপুরে জলপাই ও চৌখালি অঞ্চল তৃণমূল আয়োজিত দীপাবলি সম্মিলনীর সভায় দাঁড়িয়ে নন্দীগ্রামে বিজেপির ভাঙনের কারণে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন বলে দাবি করেন কুণাল ঘোষ। সেখানে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী অকৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ওনার সব প্রতিষ্ঠা। পরিবারের সকলেরও। সিবিআই, ইডির হাত থেকে বাঁচতে বিজেপিতে গেছেন। আর কুৎসা করছেন তৃণমূলের।”

যদিও রবিবারই পটাশপুরে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির এক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “মেদিনীপুরের মাটিতে যত শুভেন্দু অধিকারীকে গালাগালি করবে বিজেপি তত বাড়বে। মনে রাখবেন ওদের মালিককে আমি হারিয়েছি।”

Next Article