minor physically assaulted : কাঁথিতে নাবালিকাকে ‘ধর্ষণ’ দূর সম্পর্কের আত্মীয়র

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Apr 24, 2022 | 7:25 PM

minor physically assaulted : নাবালিকা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের লোকেরা দ্রুত তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

minor physically assaulted : কাঁথিতে নাবালিকাকে ধর্ষণ দূর সম্পর্কের আত্মীয়র
দাদার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। প্রতীকী চিত্র।

Follow Us

কাঁথি : ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা কাঁথিতে। অভিযুক্তকে গ্রেফতার করতে কাঁথি মহিলা থানার পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে সরব হন বিজেপি কাউন্সিলর থেকে মহিলা মোর্চার সদস্যরা। অবশেষে শনিবার রাতে কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কাঁথি মহিলা থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবক ওই নাবালিকার দূর সম্পর্কের আত্মীয়। রবিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

জানা গিয়েছে, গত সোমবার মাসির বাড়িতে বেড়াতে আসে অভিযুক্ত যুবক। ওইদিন ফাঁকা মাঠে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে। তারপর নাবালিকাকে মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের লোকেরা দ্রুত তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

শনিবার অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হন পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা। কাঁথি মহিলা থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রথমেই অভিযুক্তকে গ্রেফতার করতে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ।

অভিযুক্তের গ্রেফতারে দাবিতে পথে নামেন এলাকার কাউন্সিলর সুশীল দাস ও বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মহিলা মোর্চার সদস্যরা। দোষীকে গ্রেফতারের দাবিতে পথে নামেন। অবশেষে কাঁথি মহিলা থানার পুলিশ শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে।

কাঁথি পুরসভার বিজেপি কাউন্সিলর সুশীল দাস বলেন, “দোষীর কঠোর শাস্তির দাবি জানাই। রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। দোষীদের উপযুক্ত শাস্তি না দেওয়ার জন্যই অপরাধ প্রবণতা বাড়ছে।” নির্যাতিতার পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন কাউন্সিলর।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নিয়ে কাঁথি মহিলা থানার ওসি রুমা মণ্ডল বলেন, “অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” নাবালিকাকে প্রাথমিক চিকিৎসার পর হোমে রাখা হয়েছে।

আরও পড়ুন : Maldah Blast: কালিয়াচকে বিস্ফোরণে জখম ৫ শিশু, পাশেই তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার প্রচুর বোমা

Next Article