পূর্ব বর্ধমান: মদে বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জন হল। অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। মৃতদের নাম শেখ সুবরতি (৩৪) ও শেখ হালিম (৪৩)। অসুস্থ রয়েছেন আরও তিন জন। তাঁরা বাবুরবাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা অসুস্থ ও যাঁদের মৃত্য়ু হয়েছে, তাঁরা প্রত্যেকেই সর্বমঙ্গলা পাড়ার বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন সুবরতি ও হালিম। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। গ্রামে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই রাতে যাঁরা মদ্যপান করেছিলেন, তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়। রাতেই মৃত্যু হয় দুজনের। অসুস্থ আরও তিন জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শেখ সুবরতির মৃত্যু হয় আগেই। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ হালিমের। অসুস্থ তিন জন বাবুরবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সুস্থ বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, মদে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে দু’জনের।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, অসুস্থ ও মৃতরা এক জায়গায় এক সঙ্গে বসে মদ্যপান করেননি। প্রশ্ন উঠেছে, তাহলে সকলে কোথা থেকে এবং কী মদ কিনেছিলেন। যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়-সহ পুলিশের আধিকারিকরা সর্বমঙ্গলা পাড়ায় গিয়ে তদন্ত শুরু করেছে। শহরজুড়ে এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে তল্লাশি অভিযান চলছে।