তৃণমূল ছাড়ার পর এই প্রথম নন্দীগ্রামের মাটিতে পা রাখছেন শুভেন্দু

করবেন হনুমান জয়ন্তীর পদযাত্রা।  কাল সকাল ১০টায় পদযাত্রা শুরু হবে।

তৃণমূল ছাড়ার পর এই প্রথম নন্দীগ্রামের মাটিতে পা রাখছেন শুভেন্দু
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2020 | 6:53 PM

পূর্ব মেদিনীপুর: তৃণমূল ছাড়ার পর আগামিকাল, মঙ্গলবার সকালে প্রথম নন্দীগ্রামের মাটিতে পা রাখছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। করবেন হনুমান জয়ন্তীর পদযাত্রা।  কাল সকাল ১০টায় পদযাত্রা শুরু হবে। যে নন্দীগ্রামে আন্দোলনের সিঁড়ি ভেঙে রাজনীতিতে তাঁর উপরে উঠে আসা, আগামিকাল সেই নন্দীগ্রাম প্রথমবার কাছের ছেলেকে গেরুয়া বেশে দেখবে। বিজেপিতে যোগ দেওয়া ইস্তক পূর্ব বর্ধমান, মেদিনীপুর-সহ কাঁথিতেও সমাবেশ তিনি করেছেন। কথা ছিল আগামী ৭ জানুয়ারি সেখানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ৮ জানুয়ারি শুভেন্দুর সভার কর্মসূচি ঠিক হয়েছিল।

কিন্তু, এদিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিধায়ক অখিল গিরি করোনাক্রান্ত হওয়ার কারণে ৭ তারিখের সেই সভা মমতা করবেন না। তাঁর বদলে উপস্থিত থাকবেন সুব্রত বক্সী। শাসকদলের এই ঘোষণার পরই পাল্টা বিজেপি নিজেদের কর্মসূচি এগিয়ে নিয়ে আসে।

বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল, ২১ বছর তৃণমূলের সঙ্গে কাজ করার জন্য তিনি লজ্জিত। একাধিকবার ভাইপো হঠাও স্লোগানও তুলেছেন। খুব তীব্রভাবে না হলেও, নিশানায় নিয়েছেন প্রাক্তন দলনেত্রীকেও। অন্যদিকে মমতা এখনও পর্যন্ত শুভেন্দুর নাম মুখে আনেননি গত কয়েকমাসে। ফলে নন্দীগ্রামের সভা থেকে দলত্যাগী এই নেতার উদ্দেশে কী বলেন, তা শোনার অধীর আগ্রর তৈরি হয়েছিল। পরেরদিনই আবার তার পাল্টা জবাব দিতে শুভেন্দুর নামার কথা ছিল। তবে আপাতত তাঁদের মুখোমুখি দ্বৈরথ হচ্ছে না।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার