নন্দীগ্রামে আজ বিজেপির ঐতিহাসিক সভা। উপস্থিত শুভেন্দু অধিকারী, মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ হেভিওয়েট নেতারা। বস্তুত ৭ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা হওয়ার কথা ছিল, তার ‘পাল্টা’ সভার ডাক দিয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari))। কিন্তু গতকাল সে সভা করেননি মমতা। তার জন্য আগেই প্রাক্তন নেত্রীকে বিঁধেছেন কাঁথির ভূমিপুত্র। সঙ্গে নন্দীগ্রামের এই সভাতেই প্রায় এক লক্ষ মানুষের জমায়েত করে তাক লাগিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। আজ এই সভামঞ্চ থেকেই তৃণমূল সরকারের পতনের ডাক দিলেন তিনি।
অপেক্ষার অবসান। শনিবার থেকে শুরু হচ্ছে দেশজুড়ে টিকাকরণ অভিযান। উদ্বোধন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উদ্বোধন করা হবে করোনা টিকাকরণের জন্য তৈরি বিশেষ “কো-উইন” অ্যাপ।
আজ ৮ জানুয়ারি। ৭ জানুয়ারি নন্দীগ্রামের একটা আলাদা ঐতিহ্য আছে। আন্দোলন টা বুকে নিয়ে করেছিল শুভেন্দু অধিকারী।
আমার মিনিমাম কন্ট্রিবিউশন ছিল। শুভেন্দু না থাকলে নেতাই স্মৃতি হয়ে যেত। শুভেন্দুর জন্যেই নেতাইকে সকলে মনে রেখেছেন। টাটাকে তাড়ানোর জন্য নতুন কোনও কলকারখানা হয়নি। আমাদের সবচেয়ে বড় ভুল মমতার সাথ দেওয়া। আমরা ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনতে। বাংলায় পরিবর্তন হবে। পরিবর্তনের সূর্য উঠবে। আরেকটা পরিবর্তন দেখতে চাই। নন্দীগ্রামের মাটি লড়াইয়ের মাটি। নন্দীগ্রামে নেতৃত্ব দিয়েছিল শুভেন্দু। আমরা এত মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী দেখেনি।
নতুনদের সুযোগ করে দিতে হবে। কাজ এগোবে তবেই।
নন্দীগ্রামের সভাস্থলে মানুষের ঢল। ছোট ছোট মিছিল এসে টাঙ্গুয়া মোড় হয়ে সভাস্থলে যাচ্ছে। কেউ ব্যান্ড বাজাচ্ছেন, কেউ বা কাঁসর। বাস, হেঁটে, মিছিল করে সভাস্থলে যাচ্ছেন হাজার হাজার মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এদিনের ‘ঐতিহাসিক’ করে রাখতে চাইছেন শুভেন্দু।
আপনাদের আটকাতে খেজুরি নন্দীগ্রামে বাস আটকানো হয়েছে। ভাঙচুর হয়েছে। তারপরেও এসেছেন। আপনাদের ধন্যবাদ। সভাকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। ওপাশ থেকে ঢিল মারা হয়েছে। এত উস্কানি। সিপিএম কোনওদিন তৃণমূলের সভায় এসে ঢিল ছোড়েনি। ৪১-এর মধ্যে ৩০ টা পরিবার আজ মঞ্চে। আগামী ১৯ তারিখ খেজুরির পাল্টা সভা হবে। সবাই বাড়ি পৌঁছানোর পর আমি নন্দীগ্রাম ছাড়ব। তার আগে নয়। আমি আছি একঘণ্টা এখন। আপনারা সকলে সন্ধ্যের আগে বাড়ি ফিরে যান।
ভারতীয় জনতাপার্টি শৃঙ্খলাপরায়ণ। সেইটা মেনে চলুন। আমারও ব্রিজ থেকে এখানে আসতে আধঘণ্টা লেগেছে। ২০২০ ভয়েতে কেটেছে। ২০২১ নতুন বাংলা হবে। ২০২০ অনেককে হারিয়েছি। করোনার চেয়েও ভয়ংকর ভাইরাস তৃণমূল কংগ্রেসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি। ২০০ আসন নিয়ে আমাদের মুখ্য়মন্ত্রী নবান্নে বসবে। নন্দীগ্রাম আজ অবহেলিত, উপেক্ষিত। যারা রক্ত দিয়েছেন তৃণমূলে তারা আজ এখানে। বিজেপিকে হাতিয়ার করে বাংলার উন্নতি করছে।
বিজেপি একটা পরিবার। রাজনৈতিক পরিবার। পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি মেম্বার। গোটা পৃথিবীতে ১৬-১৭ কোটি মেম্বার আছে। ১৩৩ জন কর্মীর প্রাণ গেছে। তাদের পরিবারকে আমরা কি বলব জানিনা। আমাদের উপর ২৯ হাজারের ইপর কেস। কোটি টাকা খরচ করছি.। আমার উপর ৩০ টার বেশি কেস। আজই তমলুকে কোর্টে গিয়ে হাজিরা দিয়ে এলাম।
আমফানের টাকা সাধারণ মানুষের কাছে গেল না। ১ হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেল। দিদিমণি বললেন ভুল করে হয়ে গেছে। পুলিস লুঙ্গি পরে পাঁচিল ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল। কাঁথিতে। বাংলায় প্রশাসনের নামে অরাজকতা চলছে। টিএমসির নেতা যদি বিজেপিতে যোগ দেয়, তাই বাড়িতে পুলিস দিয়ে দিচ্ছে। শাসকদল কিন্তু, সবাই দল ছেড়ে চলা আসছেন। কেন এসেছিলেন তাঁরা?
১৪ তারিখ সিপিএমের লোকেরা গুলি চালিয়েছিল। সেইসময় আডবাণীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল এসেছিল। মুকুল আর শুভেন্দু দুই চাণক্য মমতাকে নেত্রী বানিয়েছিল। এনডিএ-র সঙ্গে বিশ্বাসঘাতকতা কে করেছে ? দিদি চলে গেলে কৃষকরা টাকা পাবেন। বিজেপি টাকা দেবে কৃষকদের। ৩বছরে ১৮ হাজার টাকা পাবেন। বাইরে ডবল লোক হয়েছে, যত না ভেতরে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, টিএমসি যাচ্ছে। বিজেপি আসছে। কয়লা চোর, গরুচোর বাঁচবে না আর।
কয়লা মাফিয়ারা কয়লার বাংলা বানিয়েছে। বিনয় মিশ্র হাতে এলে ভাইপোকে জেলে যেতে হবে। বালি চোর, গরু চোর, কয়লা চোর বাংলায় থাকবে না। এমন সভা দেখিনি, যেখানে লোকে গণ্ডগোল করার চেষ্টা করার পরেও লাখ লাখ লোক সভায় রয়েছে। যে তস্কর সে দিলীপ দাকে গুণ্ডা বলে। দিলীপ দা কি গুন্ডা! ভোটবাক্সে জবাব দিন।
কিসান সম্মান নিধির টাকা পাচ্ছেন সকলে। এনডিএ-এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। যে পুলিস অফিসার গুলি চালিয়েছিলেন, তিনিই এখন তৃণমূলে। নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল, তারা কি জেলে? এবার আবার পরিবর্তনের হাওয়া উঠেছে