পুরুলিয়া: বাঁকুড়া শেষ করে ‘নব জোয়ার’ যাত্রায় পুরুলিয়ায় রয়েছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। বুধবার পুরুলিয়ার শিমুলিয়ার অধিবেশন নিয়ে কুড়মি আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার বিকেলে মানবাজারে ‘নব জোয়ার’ কর্মসূচির রোড-শো করবেন তৃণমূল নেতা। তার আগেই পানীয় জলের দাবিতে পথ অবরোধ।
আজ সকাল থেকেই মানবাজার বরাবাজার রাজ্য সড়ক মানভূম কলেজ মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা। ঝাড়বাগ্দা গ্রামের সর্দারপাড়া, মাঝিপাড়া, রজক পাড়া, রাজোয়াড় পাড়ার বাসিন্দারা প্রায় ২ মাস থেকে জল পাচ্ছেন না বলে অভিযোগ। প্রশাসন থেকে স্থানীয় নেতাদের বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবার কিছু করুন। এদিন পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন।
আন্দোলনরত এক কর্মী বলেন, “আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। ওনাকে আমাদের অভাব অভিযোগ শোনার জন্য অনুরোধ করছি। আমরা একাধিকবার অনুরোধ করেও কোনও লাভ হয়নি।”