পুরুলিয়া: তৃণমূলের শ্রমিক সংগঠনে গোষ্ঠীকোন্দলের অভিযোগ ঘিরে এবার উত্তেজনা ছড়াল রঘুনাথপুরে। এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়তে হল শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমারকে। তাঁর গাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, তাঁদের আবার দাবি, সংগঠনের যিনি সভাপতি তিনি এলাকার লোকজনকে গুরুত্ব দেন না। বাইরে থেকে লোকজন নিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত শোরগোল এলাকায়।
রঘুনাথপুর ১, ২ ব্লক এবং নিতুড়িয়া ব্লক নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। জেলার শ্রমিক সংগঠনকে এখানে ঢেলে সাজানো হয়েছে। নতুন কমিটিও গঠন করা হয়েছ। সেই রঘুনাথপুর-২ ব্লকেই রবিবার এক অনুষ্ঠান ঘিরে সামনে এল গোষ্ঠীকোন্দলের অভিযোগ।
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকে অ্যাডমিট গেট বিল্ডিংয়ের সামনে রবিবার শীতবস্ত্র বিতরণ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সংগঠনের সম্পাদক বিকাশ বাউরি, সংগঠন সদস্য হাজারি বাউরি প্রমুখ।
সেই অনুষ্ঠান থেকে ফেরার পথেই জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষুব্ধ তৃণমূল নেতা রতন চক্রবর্তীর কথায়, “আইএনটিইউসির মিটিং ছিল। এখন যিনি সংগঠনের সেক্রেটারি ওনাকে আমরাই তৈরি। অথচ এখন উনি আমাদের সরিয়ে বাইরে থেকে নেতা আনছেন। এলাকার কোনও কাজই হচ্ছে না। আমরা তাই জেলা সভাপতির কাছে জানতে চেয়েছিলাম, এলাকায় শুধু ভোট করাব নাকি সমস্যারও সমাধান হবে। কিন্তু সভাপতি ঠিক মতো কথাও বললেন না। সে কারণে দাঁড়িয়েছিলাম রাস্তায়।”
অন্যদিকে আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, “কম্বল বিতরণ সুষ্ঠুভাবেই হয়। এরইমাঝে রঘুনাথপুর-২ ব্লক সভাপতি আমাকে ফোন করে বলেন তিনি আমন্ত্রণ পাননি। আমি আমাদের ইউনিট সেক্রেটারিকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি খবর দিয়েছেন কি না। আমি আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি। এরপর আমি বেরিয়ে যাই। মাঝ রাস্তায় কয়েকজন দলের স্লোগান দিচ্ছিলেন, কিন্তু জানি না কারা, আমার গাড়ি আটকান। বিক্ষোভ দেখান। তাঁদের ডাকা হয়নি বলেন। আমিও পাল্টা বলি, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিত দিন। আমরা জেলা নেতৃত্ব বসে সমাধান করব। রাস্তা আটকে সমস্যার সমাধান হয় না।”