পুরুলিয়া: দুয়ারে কড়া নাড়চ্ছে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। তবে শুধু রাজনৈতিক দল নয়, নির্বাচনের আগে জেলার আইন শৃঙ্খলা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। একসময়ের অতি স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হচ্ছে নজরদারী। সেই লক্ষ্যেই এক কালের ঘোর মাওবাদী এলাকা কাঁটাডিতে বন্ধ থাকা পুলিশ ক্যাম্পকে আবার খুললো পুরুলিয়া জেলা পুলিশ।
সতেরো বছর আগে আড়শা থানার মধ্যে থাকা এক ক্যাম্পে অতর্কিতে আক্রমণ চালিয়েছিল মাওবাদীরা। দিনটা ছিল ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি। হাট বসেছিল সেইদিন। তখন ভিড়ের মধ্যে মিশে মাওবাদীরা অতর্কিতে হানা দেয় কাঁটাডি পুলিশ ক্যাম্পে। সন্ধ্যের মুখে হওয়া সেই হামলায় মাওবাদীরা লুঠ করে নেয় বন্দুক ও মাস্কেট। তবে পুলিশ কর্মীদের কোনও ক্ষতি তারা সেসময় করেনি। তখন থেকেই বন্ধ হয়ে যায় কাঁটাডি পুলিশ ক্যাম্প।
বুধবার সেই ক্যাম্পটি আবার নতুন করে খোলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এলাকাটি এক সময় মাওবাদী অধ্যুষিত হলেও এখন সে ধরনের আর কোনও সমস্যা নেই বলে জানান পুলিশ সুপার। জেলার আড়শা থানার অন্তর্ভুক্ত এই ক্যাম্পটি একটি ফাঁড়িতে রুপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, “দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ এই ক্যাম্প থেকে পরিষেবা পাবেন। জেনারেল ডাইরি এখান থেকেই করা যাবে। ওই এলাকায় আইন শৃঙ্খলার উন্নতি হবে।” এ দিকে আবার কাঁটাডি পুলিশ ক্যাম্প শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন এলাকার মানুষজন। তাঁরা বলেন ৩২ নং জাতীয় সড়কের ধারে থাকা কাঁটাডিতে অনেক ব্যবসা হয়। এতে ব্যাবসায়ীদের নিরাপত্তাও বাড়ল।