Cattle Smuggling: গরুপাচার বিতর্কের মাঝেই ফ্রন্টফুটে তৃণমূল? গরু পাচার রুখেছেন নিজেরাই, দাবি নেতাদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 10, 2022 | 1:44 PM

Purulia: এ দিকে, এই পাচার তারাই ধরেছে বলে দাবি করা হয়েছে জেলা তৃণমূলের তরফ থেকে।

Cattle Smuggling: গরুপাচার বিতর্কের মাঝেই ফ্রন্টফুটে তৃণমূল? গরু পাচার রুখেছেন নিজেরাই, দাবি নেতাদের
আসানসোল কি গরুপাচারের নয়া করিডর? (নিজস্ব চিত্র)

Follow Us

পুরুলিয়া: গরু পাচার নিয়ে ফের সরগরম পুরুলিয়া। রবিবার অর্থাৎ গতকাল গভীর রাতে পুরুলিয়া হুড়া থানার ৬০ নম্বর জাতীয় সড়কে আটক করা হয় গবাদি পশু ভর্তি একের পর এক পিকআপ ভ্যানকে। এ দিকে, এই পাচার তারাই ধরেছে বলে দাবি করা হয়েছে জেলা তৃণমূলের তরফ থেকে।

তৃণমূল জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পুলিশের একাংশের মদতে বিজেপির কয়েকজন এই পাচারের সঙ্গে যুক্ত। তৃণমূল কর্মীরাই এই পাচার রুখে দিয়েছে বলে জানা যাচ্ছে।

অপরদিকে, জেলা বিজেপির সাধারণ সম্পাদক আবদুল আলিম আনসারি জানিয়েছেন এই পাচার তৃণমূলের মদতে হচ্ছে বলে। তিনি বলেন, ‘গরুপাচার রুখে দিয়েছে স্থানীয় মানুষজন। অবস্থা সামাল দিতে তা নিজেদের বলে দাবি করছে তৃণমূল।’ অপরদিকে জেলা পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গবাদি পশু ভর্তি এই গাড়িগুলিকে আটক করা হয়েছে। মোট ২৩টি গাড়িকে আটক করা হয়েছে। যার মধ্যে ১৪৯টি গবাদি পশু ছিল। গ্রেফতার হয়েছেন মোট ৩৩ জন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গরুগুলিকে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসার পথে মোট ৮টি গোরুর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে বিশপুরিয়ার কাছে দুধের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এবার ট্রাকটিকে উল্টে যেতে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমান এলাকাবাসী। তবে ট্রাকটি উল্টে পড়ার পরই খুলে যায় ডালা। তখনই চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায় ভেতরে বেঁধে রাখা অবস্থায় রয়েছে অনেকগুলি গরু। কয়েকটি গরু মারাও যায়।

এরপর তৎপর হয় এলাকাবাসী। তাঁরাই গরুগুলিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় পৌঁছয় পুলিশ। যদিও, ট্রাক চালকের কোনও হদিশ মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গরুগুলিকে আদৌ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নাকি অন্য কোনও কাজে গোটার বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা।

Next Article