Purulia: অন্তঃসত্ত্বার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই জামাইকে বেধড়ক মার, ‘ও আর একটা বিয়ে করছে’, বলছেন শাশুড়ি

Anirban Banerjee | Edited By: জয়দীপ দাস

Dec 17, 2023 | 1:20 PM

Purulia: সনতের শাস্তির দাবিতে মানবাজার থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। মানবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর দেহ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাতোয়াড়া মেডিকেল কলেজে পাঠানো হবে।

Purulia: অন্তঃসত্ত্বার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই জামাইকে বেধড়ক মার, ও আর একটা বিয়ে করছে, বলছেন শাশুড়ি
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

পুরুলিয়া: অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পুরুলিয়ার মানবাজারে। থানার সামনে বড়সড় বিক্ষোভ গ্রামবাসীদের। মানবাজারের বড়তোড় গ্রামের বাসিন্দা পদ্মা গোপকে এদিন সকালে তাঁর শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রামবাসীরা তাঁকে মানবাজার হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়। মৃতের স্বামী সনৎ গোপকেও ব্য়াপক মারধর করেন গ্রামবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানবাজার থানার পুলিশ। সনৎ গোপকে উদ্ধার করে মানবাজার থানায় নিয়ে আসে। মৃতের পরিবার সূত্রে খবর, সনৎ গোপের সঙ্গে বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল পদ্মার। সনৎ গোপ কর্মসূত্র বাইরে থাকতেন। মাঝেমধ্যে বাড়ি ফিরতেন। সে কারণেই বাপের বাড়িতেও অনেক সময় থাকতেন পদ্মা। মৃতের মা প্রতিমা গোপ জানাচ্ছেন, গত রাতে তাঁদের বাড়িতে আসে তাঁর জামাই। মেয়ে ও তাঁর সন্তান নিয়ে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এরপরই সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার মেয়ের। পরিবারের অভিযোগ আরও একটি বিয়ে করেছে সনৎ। সে কারেই তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে। 

সনতের শাস্তির দাবিতে মানবাজার থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। মানবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর দেহ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাতোয়াড়া মেডিকেল কলেজে পাঠানো হবে। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনায় গ্রামের বাসিন্দা দীপা গোপ বলছেন, “আমরা ওর শাস্তি চাই। ফাঁসি। ওই মেয়ে ফেলেছে আমাদের মেয়েকে। ও একটা অন্য মেয়েকে বিয়ে করেছে। কাল রাতে আমাদের মেয়েকে সেটা বলে। ওর সঙ্গে থাকবে না বলেও জানিয়ে দেয়। যা নিয়ে অশান্তিও হয়।” 

Next Article