Purulia: কোথায় সিমেন্ট, এ তো শুধুই বালি! প্রতিবাদে ট্রাক্টর সদ্য তৈরি রাস্তা দিয়ে গুড়িয়ে দিল গ্রামবাসীরা

Anirban Banerjee | Edited By: জয়দীপ দাস

Dec 17, 2023 | 12:52 PM

Purulia: শুক্রবারই গ্রামের লোকজন একজোট হয়ে প্রতিবাদ জানান। সকলের একটাই দাবি, রাস্তা নির্মাণে ব্যবহার করতে হবে ভাল মানের সামগ্রী। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তাও বন্ধ হয়ে যায়।

Purulia: কোথায় সিমেন্ট, এ তো শুধুই বালি! প্রতিবাদে ট্রাক্টর সদ্য তৈরি রাস্তা দিয়ে গুড়িয়ে দিল গ্রামবাসীরা
ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম
Image Credit source: TV-9 Bangla

Follow Us

পুরুলিয়া: রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। রাস্তার উপর ট্রাক্টর চালিয়ে দিলেন গ্রামবাসীরা। শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত কড়েং গ্ৰামে। সেখানকার  বাসিন্দা দীনেশ মাহাতো ও সঞ্জয় মাহালির অভিযোগ, কড়েং প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামের দিকে প্রায় ৩০০ মিটার পাকা রাস্তার ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু, শুক্রবার রাস্তার যেটুকু ঢালাই করা হয়েছিল তা পুরোপুরি নিম্নমানের। খুবই খারাপ সামগ্রী দিয়ে ঢালাই হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে শোরগোল চলছিলই। 

শুক্রবারই গ্রামের লোকজন একজোট হয়ে প্রতিবাদ জানান। সকলের একটাই দাবি, রাস্তা নির্মাণে ব্যবহার করতে হবে ভাল মানের সামগ্রী। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তাও বন্ধ হয়ে যায়। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসেন বিডিও। আসেন প্রশাসনের আরও অনেক আধিকারিকও। গোটা বিষয়টি সরজমিনে খতিয়েও দেখেন। এরইমধ্যে বিকালে ফের আসরে নামেন গ্রামবাসীরা। যে ঢালাইয়ের অংশে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল তার উপর দিয়ে ট্রাক্টর দিয়ে লাঙল চালিয়ে দেয় গ্রামবাসীরা। 

ঘটনায় গ্রামবাসী সঞ্জয় মাহালি বলেন, “সিমেন্টের বদলে শুধুই বালি দিয়ে রাস্তা করছিল। বালির পরিমাণই সবথেকে বেশি। সিমেন্টের ভাগ খুবই কম। বাকি সামগ্রীও খুব কম। তারপরই আমরা ঠিকাদারকে ডাকি। ওদের বলি এরকম সামগ্রীও দিয়ে রাস্তা করা যাবে না। কাল ওই অবস্থাতেই ঢালাই হয়েছিল। ওটাই ট্রাক্টর চালিয়ে তুলে ফেলা হয়েছে।”

Next Article