AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: অন্ধকার রাতে হাইরোডে দাঁড়িয়ে যুবতী! সাহায্য করতে গিয়ে যে এই ভয়ঙ্কর অবস্থা হবে ভাবতেই পারেননি বাপি

Purulia News: পুলিশ জানতে পারে, এই গোটা ঘটনার নীল নকশার মূলে রয়েছে নদিয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা তিথি বিশ্বাস নামে এক যুবতী। ধৃতদের বয়ান অনুযায়ী, ২০২৩ সালে জনপ্রিয় অনলাইন গেম 'ফ্রি ফায়ার' খেলার মাধ্যমে নির্মল ও তিথির আলাপ হয়। তারপর কী হল?

Purulia: অন্ধকার রাতে হাইরোডে দাঁড়িয়ে যুবতী! সাহায্য করতে গিয়ে যে এই ভয়ঙ্কর অবস্থা হবে ভাবতেই পারেননি বাপি
প্রতীকী ছবি Image Credit: ChatGPT
| Edited By: | Updated on: Jan 08, 2026 | 4:51 PM
Share

পুরুলিয়া: হাইওয়ের ধারে নিঝুম রাতে মোটরসাইকেলের পাশে সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে একাকী যুবক। দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন যুবক। কিন্তু কে জানতো ওই যুবতীই আসলে দুর্ধর্ষ ছিনতাইকারী দলের পান্ডা। তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি হুড়া থানার হাতিবাড়ি গ্রামের যুবক বাপি সর্দার। গত ২রা অক্টোবর রাত ১১টা নাগাদ ১৮ নম্বর জাতীয় সড়কের সোনাইজুরি আন্ডারপাসের কাছে এই ভয়াবহ ঘটনার শিকার হন তিনি। শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্তু আন্ডারপাসের কাছে এক যুবতী তাঁর গাড়িতে পেট্রোল শেষ হয়ে যাওয়ার অছিলায় তাঁকে দাঁড় করান। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে বাপির গলায় কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় কোনওরকমে প্রাণ বাঁচিয়ে তিনি পাশের গ্রামে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ওই রাতেই তাঁর মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। টামনা থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে প্রথমে মফস্বল থানার খোজরা গ্রাম থেকে নির্মল গড়াই নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল। নির্মলকে আরও ভাল করে জিজ্ঞাসাবাদ করতেই হয়ে যায় রহস্যের পর্দাফাঁস। সে গল্প যেন হার মানাবে যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও। 

পুলিশ জানতে পারে, এই গোটা ঘটনার নীল নকশার মূলে রয়েছে নদিয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা তিথি বিশ্বাস নামে এক যুবতী। ধৃতদের বয়ান অনুযায়ী, ২০২৩ সালে জনপ্রিয় অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’ খেলার মাধ্যমে নির্মল ও তিথির আলাপ হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় পৌঁছালে বিলাসিতার জীবন যাপনের প্রলোভন দেখিয়ে নির্মলকে অপরাধ জগতে নামতে প্ররোচনা দিতে থাকে তিথি। পরিকল্পনা মাফিক ঘটনার আগের দিনই তিথি নদিয়া থেকে পুরুলিয়ায় পৌঁছায়। 

নির্জন হাইওয়েতে বাপি সর্দারকে সাহায্যের ফাঁদে ফেলে থামানোর পর নির্মল পেছন থেকে আক্রমণ চালায়। বর্তমানে পুলিশি হেফাজতে থাকা ওই তরুণী ও তার সঙ্গীকে জেরা করে এই চক্রে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে প্রশাসন।