Kurmi Protest: মিলল না সমাধান সূত্র, রবিবার থেকে আরও জোরদার কুড়মিদের আন্দোলন

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 08, 2023 | 6:20 PM

Kurmi Protest: অবিলম্বে সিআরআই রিপোর্ট পরিমার্জন করে কুড়মীদের তপশিলি উপজাতির তকমা দেবার দাবিতে এই রেল অবরোধ চালিয়ে যাচ্ছে আদিবাসী কর্মী সমাজসহ কুড়মিদের একাধিক সংগঠন।

Kurmi Protest: মিলল না সমাধান সূত্র, রবিবার থেকে আরও জোরদার কুড়মিদের আন্দোলন
বাঁকুড়ায় বন্ধ ট্রেন

Follow Us

পুরুলিয়া: ৯৬ ঘন্টা পার। অধিকারের দাবিতে এখনও চলছে কুড়মি সমাজের আন্দোলন। প্রায় ৭২ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। শনিবার কুড়মি সমাজের রেল অবরোধ তোলা নিয়ে প্রশাসনিক বৈঠক হলেও সমাধান সূত্র এখনও অধরা।

আজ চারদিন ধরে পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে চলছে রেল অবরোধ। অবিলম্বে সিআরআই রিপোর্ট পরিমার্জন করে কুড়মীদের তপশিলি উপজাতির তকমা দেবার দাবিতে এই রেল অবরোধ চালিয়ে যাচ্ছে আদিবাসী কর্মী সমাজসহ কুড়মিদের একাধিক সংগঠন। অবিলম্বে দাবি পূরণের কথা বলা হলেও প্রশাসনিক স্তরে সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন কুড়মি নেতারা।

আগামীকাল থেকে পুরুলিয়ার কোটশিলা স্টেশনেও অবরোধের ঘোষণা করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে দুপুরে পুরুলিয়া জেলা প্রশাসন তাদের সঙ্গে ঠকে বসেন। রুদ্ধদ্বার সেই বৈঠকে মুখ্য সচিবের সংগে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি নিয়ে কুড়মি সমাজের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানা গিয়ে। তবে এনিয়ে এখনই কোনওকথা বলতে রাজি হননি তাঁরা।

উল্লেখ্য, এই আন্দোলনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে ৭২ টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রেল। রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

রেল ও সড়ক অবরোধের ফলে গোটা জঙ্গলমহল একেবারে স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার রেল অবরোধ চারদিনে পা দিল আর জাতীয় সড়ক অবরোধ চলছে পাঁচ দিন ধরে। আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজের সামাজিক সংগঠনগুলি।

Next Article