TMC Leader Death: কুয়োয় পড়ে মৃত্যু তৃণমূল কর্মীর

Anindya Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 08, 2023 | 3:58 PM

Purulia: স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পার্থ সারথী মাহাতো (৫২)। তিনি পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ছিলেন।

TMC Leader Death: কুয়োয় পড়ে মৃত্যু তৃণমূল কর্মীর
কুয়োয় পড়ে মৃত্যু তৃণমূল কর্মীর (নিজস্ব ছবি)

Follow Us

পুরুলিয়া: কুয়োয় পড়ে মৃত্যু তৃণমূল কর্মীর। শনিবার ওই ব্যক্তির দেহ কুয়োর জলে ভাসতে দেখেন এলাকাবাসী। তাঁরা খবর দেন বাড়ির লোকেদের। তড়িঘড়ি ওই ব্যক্তিকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পার্থ সারথী মাহাতো (৫২)। তিনি পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ছিলেন। জানা গিয়েছে, আজ সকালে কেন্দা এলাকার বাসিন্দা পার্থ সারথীবাবু সকালে হাঁটতে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। বাড়ি থেকে কিছুটা দূরে একটি কুয়োয় তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। পরবর্তীতে খবর দেওয়া হয় বাড়ির সদস্যদের। তাঁরা এসে পার্থবাবুকে উদ্ধার করেন। নিয়ে যান চাকোলতোড় স্বাস্থ্য কেন্দ্রে।

এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাতুয়াড়ায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তিনি প্রতিদিন সকালে হাঁটতে গিয়ে ওই কুয়োতে স্নান করে বাড়ি ফিরতেন। হৃদরোগের সমস্যা ছিল। কুয়োতে কোনওভাবে তিনি পড়ে গিয়েছেন বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Next Article