Panchayat Elections 2023: নির্দল প্রার্থীর ‘হাত কেটে নেওয়ার হুমকি’, উপর মহল থেকে ধাতানি খেতেই তৃণমূল নেতা বললেন, ‘আর ভুল হবে না’

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 18, 2023 | 3:44 PM

Panchayat Elections 2023: ঘটনাস্থল পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোঙ্গাবাড়ি গ্রামের নির্দল প্রার্থী পরীক্ষিত রজক। তাঁকে ফোন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে জেলা পরিষদের ২৩ নম্বর আসনের প্রার্থী ললিতা মাহাতোর স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ মাহাতর বিরুদ্ধে।

Panchayat Elections 2023: নির্দল প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি, উপর মহল থেকে ধাতানি খেতেই তৃণমূল নেতা বললেন, আর ভুল হবে না
দিলীপ মাহাত ও তাঁর স্ত্রী (নিজস্ব চিত্র)

Follow Us

পুরুলিয়া: ‘তোর হাত কেটে দেব, আর তারপর কাটা হাতেই ভোট দিবি।’ ঠিক এই ভাষাতেই নির্দল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা দিলীপ মাহাতোর বিরুদ্ধে। আর হুমকি ফোন ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। যদিও, ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।

কী ঘটেছে?

ঘটনাস্থল পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোঙ্গাবাড়ি গ্রামের নির্দল প্রার্থী পরীক্ষিত রজক। তাঁকে ফোন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে জেলা পরিষদের ২৩ নম্বর আসনের প্রার্থী ললিতা মাহাতোর স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ মাহাতর বিরুদ্ধে। অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হাট কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোটে প্রচার যাতে না করেন তা নিয়েও হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন তিনি বলে জানান পঞ্চায়েতের নির্দল প্রার্থী রজক। এনিয়ে তিনি সহায়তা চেয়েছেন আদিবাসী কুড়মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর কাছেও। এর বিরুদ্ধে আন্দোলন করার হুমকি দেন অজিত মাহাতো।

ঘটনার কথা জেনে তীব্র নিন্দা করেছেন তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেছেন, “পুরুলিয়াতে শান্তিপূর্ণভাবে প্রত্যেকে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধীদের কোনও অভিযোগ নেই। যদি কেউ এমন ঘটনা ঘটায় কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না।”

এ দিকে, বিষয়টি স্বীকার করেছেন তৃণমূল নেতা দিলীপ মাহাত। সঙ্গে নির্দল প্রার্থী পরীক্ষিতের রজকের কাছএ ক্ষমাও চেয়ে নেন তিনি। বলেন, “দ্বিতীয়বার আর এই ভুল করব না।”

 

 

 

Next Article