পুরুলিয়া: আবাসের (Awas Yojana) তালিকা নিয়ে অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের শাসক দলের। আবাসের (Awas Plus) তালিকা নিয়ে সমস্যার জেরে গণ-ইস্তফা দিতে চেয়েছিলেন পুরুলিয়ার (Purulia) বাগি-জাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ সব সদস্য। পরে অবশ্য সেই সিদ্ধান্ত বদল করেন তাঁরা। কিছুদিন আগে মুর্শিদাবাদের ভরতপুরেও এই ধরনের চিত্র দেখা গিয়েছিল। আর এবার বিস্ফোরক দাবি করলেন পুরুলিয়ার পারা বিধানসভার বিজেপি বিধায়ক চাঁদ বাউরি। বিধায়কদের দাবি, তাঁর বিধানসভা এলাকায় আবাসে প্রায় ২২-২৩ হাজার ঘর অনুমোদন পেয়েছে। কিন্তু তার মধ্যে ৯০ শতাংশই নাকি দুর্নীতিযুক্ত। প্রায় ২০ হাজার ঘর তৃণমূল নেতাদের টাকা দিয়ে পেয়েছে বলে দাবি বিধায়কের।
বিধায়ক বললেন, যেসব গরিব মানুষের মাটির ঘর, মাথার উপর ছাদ নেই, তাঁদের ঘর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু তৃণমূল সরকারের সুবাদে যাঁদের দোতলা দালান, যাঁরা চাকরি করেন, তাঁদেরও নাম রয়েছে। পুরুলিয়াতেই একজন বলছিলেন, তিনি অন্ধ, স্যাতস্যাতে ঘরে থাকেন, কিন্তু ঘর পাচ্ছেন না। গরিবের কী যন্ত্রণা! আমাদের পারা বিধানসভায় প্রায় ২২-২৩ হাজার ঘর স্যাংশন হয়েছে। তার মধ্যে ৯০ শতাংশ ঘর দুর্নীতিযুক্ত। প্রায় ২০ হাজার ঘর এমন রয়েছে, যাঁরা তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন তাঁরাই পেয়েছেন। প্রথমবার সমীক্ষায় যদি এত দুর্নীতি থাকে, তাহলে ভাবুন পরের সমীক্ষায় কী হবে!”
যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিজেপির নামেও বহু অভিযোগ উঠেছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। ওদের কাজই হল যা নয় তাই বলা। আমরা তো যাচাই করার কাজ করছি। কোথাও ন্যূনতম অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির যে কী অবস্থা সে আর বলতে হবে না।” তৃণমূল শিবির বিজেপি বিধায়কের এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে না চাইলেও জেলার রাজনীতির অন্দরমহলে এই নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।