পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের আগে কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের নেতাদের ‘খালিস্তানিদের’ সঙ্গে তুলনা করে বিতর্ক বাড়ালেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর ও পিংলার বিধায়ক অজিত মাইতি। তাঁর এই বক্তব্যের পরই ক্ষিপ্ত কুড়মি সম্প্রদায়ের একাংশ। মঙ্গলবার থেকে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কুড়মি নেতারা জানিয়েছেন, জঙ্গলমহল-সহ গোটা রাজ্যেরই বিভিন্ন জায়গায় দেখানো হবে বিক্ষোভ। পোড়ানো হবে তৃণমূল নেতার কুশপুতুল।
সূত্রে খবর, আগামিকাল সকাল আটটা নাগাদ পুরুলিয়া শহরের কাঁসাই ব্রিজে এই বিক্ষোভে নিজে উপস্থিত থাকবেন আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। তিনি স্পষ্ট জানিয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি ক্ষমা চাওয়া না পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। এদিন তিনি আরও বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুড়মিরা শাসক দল তৃণমূলকে সমর্থন করবে না। এনিয়ে লাগাতার প্রচারও চালানো হবে আমাদের পক্ষ থেকে। তবে অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিও আমাদের সমর্থন থাকবে না।”
কী বলেছিলেন অজিত মাইতি?
রবিবার ঘাটালের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানির নেতার মতো আচরণ করছেন। এখানে নোংরা খেলা চলছে। সরকারকে টেনে নামানোর চেষ্টা যাঁরা করছেন তাঁদের কোনওভাবেই সমর্থন নয়।” এখানেই শেষ নয়, বক্তব্যের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বেলাগাম তিনি। বলেন, “১৪ তারিখের আন্দোলনের বহু কুড়মি মানুষ উপস্থিত থাকবেন। এই বিচ্ছিন্নতাবাদী কুড়মি এবং আদিবাসী নেতাদের দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ে শপথ রাখতে সকলে এককাট্টা হয়েছেন।”
প্রসঙ্গত, এসটি (ST) তালিকাভুক্তির ক্ষেত্রে সিআরআই (CRI) রিপোর্টের উপর রাজ্যের তরফে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে। এই দাবিকে সামনে রেখে টানা আন্দোলন জারি রয়েছে কুড়মি জনজাতির মানুষদের। সাম্প্রতিক সময়ে দিনের পর দিন অবরুদ্ধ হয়েছে রেল চলাচল। কুড়মি আন্দোলনের জেরে জাতীয় সড়কে গড়ায়নি গাড়ির চাকা। রাজ্যের তরফে বৈঠকের ডাক পেয়েও আশানুরূপ ফল মেলয় কর্মীদের দেওয়ালে কোনও রাজনৈতিক প্রচার নয় বলে সম্প্রতি ফরমানও জারি করেছিল কুড়মি সংগঠন ঘাঘরগেরা কেন্দ্রীয় কমিটি।
তবে এরপরও জঙ্গলমহলের একাধিক এলাকায় কুড়মিরা রাজনৈতিক দলের বিজ্ঞাপন মুছে দিয়েছে বলে অভিযোগ ওঠে। সেখানে ‘জয় গরাম’ লেখা রয়েছে বলে খবর। এই আবহেই অজিত মাইতির গলায় রীতিমতো হুমকির সুর।