Gold Shop Robbery: এবার ঝাড়খণ্ড যোগ, পুরুলিয়ায় গহনার দোকানে ডাকাতিতে গ্রেফতার আরও ২

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 18, 2023 | 7:05 PM

Gold Shop Robbery: সোমবার দুপুরে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান,অভিযুক্তরা হলেন ওমপ্রকাশ প্রসাদ (গুড্ডু), ডাবলু কুমার সিং। তারা বর্তমানে বিহার শরীফের বাসিন্দা। এর আগে তাঁরা ঝাড়খন্ডের জোড়া পুকুর থানার ভাওরা এলাকার বাসিন্দা। এই ঘটনায় ওমপ্রকাশ নিজে উপস্থিত থেকে গোটা ডাকাতির নেতৃত্ব দেয় বলে পুলিশের দাবি।

Gold Shop Robbery: এবার ঝাড়খণ্ড যোগ, পুরুলিয়ায় গহনার দোকানে ডাকাতিতে গ্রেফতার আরও ২
গ্রেফতার আরও ২ ডাকাত
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পুরুলিয়া: গহনার দোকানে ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। আরও দু’জনকে গ্রেফতার করল তারা। এই নিয়ে মোট পাঁচজন পাকড়াও হল পুরুলিয়া জেলা পুলিশ। ধৃতদের মঙ্গলবার জেলা আদালতে তোলা হবে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনা-হিরের গহনা ও দুটি মোটর সাইকেল।

সোমবার দুপুরে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান,অভিযুক্তরা হলেন ওমপ্রকাশ প্রসাদ (গুড্ডু), ডাবলু কুমার সিং। তারা বর্তমানে বিহার শরীফের বাসিন্দা। এর আগে তাঁরা ঝাড়খণ্ডের জোড়া পুকুর থানার ভাওরা এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় ওমপ্রকাশ নিজে উপস্থিত থেকে গোটা ডাকাতির নেতৃত্ব দেয় বলে পুলিশের দাবি।

প্রসঙ্গত, গত ২৯ অগস্ট পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় নামী ডায়মন্ড সোনার বিপনি থেকে ৭ জনের দুষ্কৃতী দল লুটপাট চালায়। তাৎপর্যপূর্ণভাবে ওই একই দিন প্রায় একই সময়ে নদিয়ার গহনার দোকানেও চলে ডাকাতি। যাওয়ার আগে বিপনির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ঘটনায় প্রায় ৮ কোটি টাকার সোনার ও হিরের সামগ্রী লুঠ করে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রথমে দিল্লি থেকে একজন ও পরে বিহার থেকে একজনকে গ্রেফতার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর গত রবিবার অজয় যাদব নামে আরও একজনকে গ্রেফতার করে জেলা পুলিশ। আদালত থেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পায় তারা। আগামিকাল ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Next Article