Purulia Joining: পুরুলিয়ায় শক্তি বাড়াল BJP, তৃণমূল-কংগ্রেস থেকে যোগ দিলেন ৫৩২ জন

Purulia Joining: আজ যোগদানকারীরা জানিয়েছেন, কোর্ট কেস দেওয়ার ভয়ে তাঁরা নাকি এতদিন তৃণমূলে ছিলেন। এবার যোগ দিলেন বিজেপি-তে। লালুকুমার নামে এক দলবদলু নেতা বলেন, "বিজেপি ভাল। বিজেপি রক্তের সঙ্গে মিশে গিয়েছে।"

Purulia Joining: পুরুলিয়ায় শক্তি বাড়াল BJP, তৃণমূল-কংগ্রেস থেকে যোগ দিলেন ৫৩২ জন
পুরুলিয়ায় যোগদান Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2024 | 5:36 PM

পুরুলিয়া: আগামী ২৫ মে ভোট পুরুলিয়ায়। তার আগে বড় ভাঙন তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলে। বিজেপি যোগ দিলেন প্রায় ৫৩২ জন। পুরুলিয়ার বলরামপুর বিধানসভার চাটুহাসা অঞ্চলের ঘটনা।

মঙ্গলবার পুরুলিয়ায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্যরা। তবে শুধু তৃণমূল নয়, একই সঙ্গে কংগ্রেস থেকেও এ দিন বিজেপিতে যোগদান করেছেন অনেকে।

আজ যোগদানকারীরা জানিয়েছেন, কোর্ট কেস দেওয়ার ভয়ে তাঁরা নাকি এতদিন তৃণমূলে ছিলেন। এবার যোগ দিলেন বিজেপি-তে। লালুকুমার নামে এক দলবদলু নেতা বলেন, “বিজেপি ভাল। বিজেপি রক্তের সঙ্গে মিশে গিয়েছে।” অপরদিকে, বিজেপি প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতো বলেন, “তৃণমূল-কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় ৫৩২ জন বিজেপিতে যোগদান করলেন। আমাদের দল আরও শক্ত হল।”