Purulia: মাথার ঘাম পায়ে ফেলে চাষ, চোখের জল আটকে বাঁধাকপি ভর্তি জমিতে ট্রাক্টর চালালেন কৃষকরা

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 12, 2023 | 6:22 PM

Purulia: জানা গিয়েছে,  এদের মধ্যে অনেকেই সবজি ফেলেই রেখে দিচ্ছেন মাঠে। অভিমানে আবার অনেকে ট্রাক্টর দিয়ে নিজের ক্ষেতের সব বাঁধাকপি নষ্ট করে দিয়েছেন।

Purulia: মাথার ঘাম পায়ে ফেলে চাষ, চোখের জল আটকে বাঁধাকপি ভর্তি জমিতে ট্রাক্টর চালালেন কৃষকরা
মাঠেই একের পর এক বাঁধাকপি নষ্ট হচ্ছে (নিজস্ব চিত্র)

Follow Us

পুরুলিয়া: ট্রাক্টর চালিয়ে একের পর বাঁধাকপি নষ্ট করছেন কৃষকরা। নিজেদের ক্ষেতেই কষ্ট উপার্জিত শস্য নষ্ট করছেন তাঁরা। কিন্তু কেন? জানা গিয়েছে, লাভ তো আসছেই না। এমনকী, উঠছে না বাজারে নিয়ে যাওয়ার খরচটুকুও। সবজি চাষ করে এবার ব্যাপক লোকশানে পড়েছেন পুরুলিয়ার ঝালদা এলাকার কৃষকরা।

জানা গিয়েছে,  এদের মধ্যে অনেকেই সবজি ফেলেই রেখে দিচ্ছেন মাঠে। অভিমানে আবার অনেকে ট্রাক্টর দিয়ে নিজের ক্ষেতের সব বাঁধাকপি নষ্ট করে দিয়েছেন। পুরুলিয় হেঁসলা গ্রামের কৃষক দেবেন কুইরী। ঝালদা থানার পুস্তি অঞ্চল অধিকাংশ মানুষ কৃষিজীবী। এখানকার কৃষকরা সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন।

কিন্তু শীতকালীন সবজির দাম পাচ্ছেন না কৃষকরা। বাজার এবার ভীষণ মন্দা। গ্রামের দেবেন বাবু ছাড়াও কৃষক মলিন্দ্রনাথ কুইরি , ধনঞ্জয় কুইরি ও সনৎকুমার কুইরি জানান, একটা বাঁধাকপি তৈরি হতে খরচ পড়ে ৩-৪ টাকা। এখন বাজারের যা অবস্থা তাতে দু টাকা কেজিও দাম উঠছে না। চাষের খরচ তো দূর এতে পরিবহন খরচটাও উঠছে না। শুধু বাঁধাকপিই নয় শুধু ফুলকপি, লাউ, সিম, বেগুন, টমেটো ছাড়াও শীত কালীন সবজির সঠিক দাম পাচ্ছেন না তাঁরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন। এই অবস্থায় কীভাবে ঋণ শোধ হবে তা নিয়েও চিন্তায় রয়েছেন কৃষকরা।
এই বিষয়ে দেবেন কুইরী বলেন, “বাজারে বিক্রি হচ্ছে না। ভাল দাম পাওয়া যাচ্ছে না। এই মরশুমেও চাষের খরচা দশ হাজার থেকে বারো হাজার। সেই খরচা উঠছে না। তাই মাঠেই নষ্ট করে ফেলেছি।”

Next Article