পুরুলিয়া: প্রচণ্ড ঠান্ডা। ঘরের সামনে বসেই আগুন পোহাচ্ছিলেন বছর পঁয়ষট্টির বৃদ্ধা। সে সময়েই আগুন কোনওভাবে লেগে যায় শাড়ির আঁচলে। কিন্তু তাপে সেটাও বুঝতে পারেননি। যতক্ষণে বুঝতে পারেন. আগুন ধরে যায় শরীরে। প্রচন্ড ঠান্ডার হাত থেকে শরীরকে গরম রাখতে আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ঝালদা থানার আনন্দবাজারে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শান্তিবালা বৈষ্ণব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালদা শহরের বৃদ্ধা শান্তিবালা ঠান্ডা থেকে বাঁচতে আগুনে হাত পা গরম করছিলেন। হঠাৎ করে সেই সময় পরনের শাড়ি ও চাদরে আগুন লেগে যায়। প্রথমটায় বুঝতে পারেননি। শরীর আঁচল বেয়ে আগুন লাগে শরীরে।
শরীরের নিম্নাঙ্গ একেবারে ঝলসে যায়। বাড়ির লোকজন দেখতে পেয়ে আগুন নিভিয়ে স্থানীয় ঝালদা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। রবিবার সকালে বৃদ্ধার মৃত্যু হয়।