পুরুলিয়া: বদলি হলেন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ। সূত্রের খবর, তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF)-এর ইন্সপেক্টর পদে বদলি হলেন। তাঁর জায়গায় ঝালদার নতুন আইসি (IC) হয়ে আসছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর শিব শঙ্কর সিংহ। উল্লেখ্য, মৃত কংগ্রেস নেতা তপন কান্দুর পরিবারের পক্ষ থেকে একাধিকবার এই সঞ্জীব ঘোষের নাম উল্লেখ করা হয়। তদন্তের জন্য ঝালদার প্রাক্তন এই আইসি-কে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। এরপরই ঝালদা থানার আইসি-কে বদলি হতে দেখা গেল। যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, রুটিনমাফিক বদলি করা হয়েছে।
নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী প্রথম থেকেই দাবি করে আসছিলেন তাঁর স্বামীর হত্যার ঘটনায় জড়িত ঝালদা থানার আইসি। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমেই সঞ্জীব ঘোষকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। পূর্ণিমা কান্দু বলেন, “একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল। সেইখানে আমার স্বামীকে হমকি দিয়েছিল। এই হত্যায় আইসি যুক্ত। উনি সাহায্য করেছে। নয়ত ঝালদায় এমন ঘটনা কোনও দিন ঘটেনি। ট্রান্সফার হয়েছে ঠিক আছে। সিবিআই তদন্তে আমি খুশি। তবে চার্জশিট জমা পড়েনি এখনও। উনি দোষী প্রমাণিত হলে অবশ্যই গ্রেফতার যেন হন।” একই সঙ্গে তিনি বলেন, “আইসি-র যাওয়াতে আমরা খুশি। ঝালদার মানুষ খুশি। উনি দীর্ঘদিন এখানে অত্যাচার করেছেন।”
বস্তুত, তৎকালীন সময়ে তপন কান্দুকে তৃণমূলে যোগদান করানোর চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল এই আইসি-র বিরুদ্ধে। একটি অডিয়োতে একাধিকবার তাঁকে বলতে শোনা যায় যে, চেয়ারম্যানের পদ একমাত্র পাবেন তৃণমূল নেতারা। (যদিও, সেই অডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা)।
প্রসঙ্গত, গত ১৩ই মার্চ পুরুলিয়ার ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হন (Jhalda Councillor Murder Case )। তদন্তের দায়ভার হাতে নেয় সিবিআই।