মানবাজার: মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজার দু’ নম্বর ব্লকের বোরো থানা এলাকায়। এখানেই টটকো নদী থেকে এদিন উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। এলাকার বাসিন্দারাই এদিন দুপুরে প্রথমে নদীতে একটি দেহ ভাসতে দেখেন। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। যদিও জলে থাকায় তখনও পর্যন্ত দেহ শনাক্ত করা যায়নি। শেষে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
জল থেকে তোলার পর দেখা যায় আদপে মহিলার দেহ। কিছু সময়ের মধ্যেই জানা যায় নাম-পরিচয়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম সুন্দরী টুডু। বাড়ি বোরো থানার সিমটুনির ধবকাটা গ্রামে। তাঁর এলাকা সূত্রে খবর, বিগত তিন থেকে চারদিন ধরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরিবারের লোকজন নিজেদের এলাকার পাশাপাশি আশপাশের এলাকায় খোঁজ করেও সুন্দরীর কোনও খোঁজ পাননি। কেউ কেউ আবার বলছেন তিনি মানসিক মারসাম্যহীন ছিলেন। কিন্তু, তিনি কী করে জলে পড়ে গেলেন, নাকি ফেলে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় কোনওরকম শারীরিক নির্যাতন হয়েছে কিনা তাও বোঝার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাসি মৃতার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা করছে বোরো থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যু আসল কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা।