পুরুলিয়া: নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে জিনাত। সকাল থেকে রাত পর্যন্ত বনদফতরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে বাঘিনি পালিয়ে গেল। শুক্রবার সকাল থেকেই মানবাজার দু’নম্বর ব্লকের ডাঁগরডি বিটের পাঁইসাগোড়া জঙ্গলে জাল পেতে বাঘিনিকে ঘিরে রাখে রাত পর্যন্ত। কিন্তু বনদফতরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে চতুর জিনাত জাল টপকে পালাল। এই রাতে নাজেহাল অবস্থা বনদফতরের। সূত্র মারফত খবর, জিনাত রওনা দিয়েছে কুমারী নদী পার হয়ে মুকুটমণিপুরে উদ্দেশে।
জিনাতের গলায় রেডিয়ো কলার রয়েছে, নিশ্চিতভাবে তার গতিবিধি ট্র্যাক হচ্ছে। কিন্তু বাংলায় ঢুকে গত দু’দিন ধরে যে সমস্ত জায়গায় যাচ্ছে, সেখানে ‘শ্যাডো জোন’ রয়েছে বলে রেডিয়ো কলারের হদিশ পাওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক কেটে যাচ্ছে, সমস্যা হচ্ছে। পুরুলিয়ার ক্ষেত্রেও এই সমস্যা প্রবল ছিল। যতই জিনাত পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করছে, তাকে নেটওয়ার্কের মাধ্যমে খুঁজে পাওয়ার সমস্যা হচ্ছে।
তাই খাবারের লোভ দেখিয়েও তাকে খাঁচাবন্দি করা যায়নি জিনাতকে। আতঙ্কের প্রহর গুনছেন গ্রামবাসীরা। তবে আশাবাদী বাঘ বিশেষজ্ঞরা। বাংলার যে সমস্ত আধিকারিকরা বাঘকে ট্র্যাক করার চেষ্টা করছেন, তাঁরা অত্যন্ত দক্ষ। শীঘ্রই বাগে আসবে জিনাত।