Rahul Gandhi: রুট থেকে বাদ চলে যাচ্ছেন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অংশ, বঙ্গে রাহুল গান্ধী ‘ন্যায় যাত্রা’র রুট বদল

Prasenjit Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 27, 2024 | 12:28 PM

Rahul Gandhi: ২৫ জানুয়ারি কোচবিহার থেকে আলিপুরদুয়ারের ফালকাটায় আসবেন রাহুল গান্ধী। কিন্তু দেখা যায়, সেদিনই খাগড়াবাড়ি থেকে হাসিমারা হয়ে দিল্লি চলে যান রাহুল গান্ধী। অর্থাৎ তিনি আলিপুরদুয়ারে যাননি। কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আজ, অর্থাৎ ২৭ জানুয়ারি রাহুল গান্ধী দিল্লি থেকে ফিরে ফালাকাটায় পৌঁছে যাবেন।

Rahul Gandhi: রুট থেকে বাদ চলে যাচ্ছেন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অংশ, বঙ্গে রাহুল গান্ধী ন্যায় যাত্রার  রুট বদল
ন্যায় যাত্রার রুট বদল
Image Credit source: TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি:  বঙ্গে রাহুল গান্ধীর ‘ভারত জড়ো ন্যায় যাত্রা’র রুট বদল। শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকে আসছেন না রাহুল গান্ধী। রবিবার দিল্লি থেকে সকাল দশটা নাগাদ বাগডোগরায় নেমে জলপাইগুড়ি থেকে ন্যায় যাত্রায় যোগ দেবেন তিনি। এরপর ন্যায় যাত্রা শিলিগুড়ি আসবেন। ফালাকাটা, ধূপগুড়িতে নির্ধারিত যাত্রায় থাকছেন না রাহুল গান্ধী। প্রবল ক্ষোভ স্থানীয় কংগ্রেস নেতাদের মধ্যে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঠিক ছিল,  রাহুল গান্ধী দিল্লি থেকে ফিরে এসে ফালাকাটায় রাত্রিবাস করবেন। এরপর রবিবার ফালাকাটা থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে পৌঁছবেন। কিন্তু রুট বদলের জেরে ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়িতে থাকছেন না তিনি। আলিপুরদুয়ার জেলায় রাহুল যাচ্ছে না। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশেও রাহুল থাকছেন না।

বৃহস্পতিবারই কোচবিহারের বক্সিরহাট ঢোকে কংগ্রেসের ভারত জড়ো ন্যায় যাত্রা। সেদিনই ঢোকে ফালাকাটায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাঝের দুদিন বন্ধ ছিল যাত্রা। ২৮ জানুয়ারি সকালে ফালাকাটা থেকে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির উদ্দেশ্যে ফের যাত্রা শুরু হওয়ার কথা ছিল।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ জানুয়ারি কোচবিহার থেকে আলিপুরদুয়ারের ফালকাটায় আসবেন রাহুল গান্ধী। কিন্তু দেখা যায়, সেদিনই খাগড়াবাড়ি থেকে হাসিমারা হয়ে দিল্লি চলে যান রাহুল গান্ধী। অর্থাৎ তিনি আলিপুরদুয়ারে যাননি। কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আজ, অর্থাৎ ২৭ জানুয়ারি রাহুল গান্ধী দিল্লি থেকে ফিরে ফালাকাটায় পৌঁছে যাবেন। সেখানেই রাত্রিবাস করবেন। রবিবার নির্ধারিত রুটেই আলিপুরদুয়ারে ফালাকাটা থেকে ন্যায় যাত্রা বেরিয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি আসবে। কিন্তু নতুন যে রুট কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে, তাতে আলিপুরদুয়ার বাদ যাচ্ছে। নতুন নির্ধারিত রুটে রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে রাহুল গান্ধী সরাসরি চলে যাবেন জলপাইগুড়ি। সেখানে থেকে আবার নির্ধারিত রুটে যাবে। অর্থাৎ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ রুটে রাহুল গান্ধী থাকছেন না।

বর্তমানে ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীরা ফালাকাটাতেই রয়েছেন। কারণ তাঁদের কাছে খবর ছিল রাহুল গান্ধী বিকালেই আসছেন। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধীকে ফালাকাটায় নিয়ে যাওয়ার।

Next Article