কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার নথি জমা পড়ল সিবিআই দফতরে। হালিশহর ও রানাঘাট পুরসভার নথি জমা পড়েছে নিজাম প্যালেসে। সম্প্রতি, এই দুই পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি তলব করে সিবিআই। ২০১৪ থেকে কোন পদে কাদের নিয়োগ করা হয়েছে তা জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
তদন্তের প্রথমে সিবিআই দক্ষিণ দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা, কামারহাটি পুরসভার যে নিয়োগ হয়েছে তার খোঁজ করেছে। দ্বিতীয় ধাপে এবার নজর হালিশহর ও রানাঘাট পুরসভায়। এই দুই পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের ইমেল করতে সিবিআই তথ্য চেয়েছিল ২০১৪ থেকে এখনও পর্যন্ত কত নিয়োগ হয়েছে, কাদের নিয়োগ হয়েছে সেই সকল তথ্য তারা চেয়েছিল। সেই মতোই বৃহস্পতিবার এই দুই পুরসভা থেকে সেই সংক্রান্ত নথি পাঠানো হল নিজাম প্য়ালেসে।
যদিও, সূত্র মারফত জানা যাচ্ছে নিজাম প্যালেসে আংশিক তথ্য জমা পড়েছে। ৫০ শতাংশের বেশি তথ্য জমা পড়েছে সেখানে। পরবর্তীতে আরও তথ্য পাঠানো হবে বলে পুরসভা সূত্রে খবর।