মন্দিরে ঢুকে শিবমূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে গঙ্গারামপুর রাজ্যসড়ক অবরোধ বিক্ষুব্ধ গ্রামবাসীদের

tista roychowdhury |

Mar 30, 2021 | 9:12 PM

কিছুদিন আগেও, কু্শমাণ্ডিতে একইভাবে মূর্তি ভেঙে ফেলা হয়। বারবার প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েও এই ধরনের ঘটনার কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়েই মঙ্গলবার সকালে পথে নামেন গ্রামবাসীরা।

মন্দিরে ঢুকে শিবমূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে গঙ্গারামপুর রাজ্যসড়ক অবরোধ বিক্ষুব্ধ গ্রামবাসীদের
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ দিনাজপুর: মন্দিরে ঢুকে হামলা চালিয়ে শিব মূর্তি (Shiva Statue) ভেঙে ফেলার প্রতিবাদে পথে নামলেন আজমতপুরের বাসিন্দা। মঙ্গলবার সকালে, গঙ্গারামপুরের রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রায় ঘণ্টা দুয়েকের পথ অবরোধের জেরে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, সোমবার রাতে, মন্দিরে ঢুকে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ভেঙে ফেলা হয় শিবমূর্তি। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন গ্রামবাসীরা।

ঘটনার জেরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী শিবির। দক্ষিণ দিনাজপুর তৃণমূল (TMC) জেলা সভাপতি গৌতম দাসের দাবি, এই কাজ বিজেপির। ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনে সন্ত্রাস ছড়াতে চাইছে বিজেপি। অন্য়দিকে, বিজেপির (BJP) জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ জানান, এই ঘটনা ধিক্কারজনক। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। তবে নির্বাচন আবহে এই ধরনের ঘটনার পেছনে শাসক শিবিরের ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, কিছুদিন আগেও, কু্শমাণ্ডিতে একইভাবে মূর্তি ভেঙে ফেলা হয়। বারবার প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েও এই ধরনের ঘটনার কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়েই মঙ্গলবার সকালে পথে নামেন গ্রামবাসীরা। এ দিন প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: দীপ্সিতার ‘ভোটের গান’-এ কণ্ঠ মাসির ছেলে শোভন গাঙ্গুলির

 

Next Article