AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: ‘কোথাও উই ওয়ান্ট জাস্টিস, কোথাও জাস্টিস ফর আরজি কর’, প্রতিবাদের ঢেউ গোটা বাংলাজুড়েই

RG Kar Protest: তিলোত্তমার বিচার চাই এই দাবিতে এদিন বিকালে চিকিৎসক পড়ুয়ারা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রতিবাদ মঞ্চ থেকে মিছিল শুরু করেন। মিছিল যায় ভৈরবস্থানের সার্কিট হাউস মোড় পর্যন্ত।

RG Kar Protest: ‘কোথাও উই ওয়ান্ট জাস্টিস, কোথাও জাস্টিস ফর আরজি কর’, প্রতিবাদের ঢেউ গোটা বাংলাজুড়েই
দিকে দিকে চলল প্রতিবাদImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2025 | 8:24 PM
Share

বাঁকুড়া-বর্ধমান-বারাসত: আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় ফের ডাক দেওয়া হয়েছিল রাত দখলের। ৯ অগস্ট রাখি পূর্ণিমার দিন তিলোত্তমার মা-বাবার ডাকে নবান্ন অভিযানে পা মিলিয়েছিলেন বিজেপি নেতারা। জেলায় জেলায় চলল বিক্ষোভ। বাঁকুড়া থেকে বারাসত, সর্বত্র চলল বিক্ষোভ। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। তিলোত্তমার বিচার চাই এই দাবিতে এদিন বিকালে চিকিৎসক পড়ুয়ারা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রতিবাদ মঞ্চ থেকে মিছিল শুরু করেন। মিছিল যায় ভৈরবস্থানের সার্কিট হাউস মোড় পর্যন্ত। মিছিলে চিকিৎসক পড়ুয়ারা ছাড়াও অংশ নেন বহু সাধারণ মানুষও। 

অন্যদিকে হুগলির আরামবাগেও দেখা গেল প্রতিবাদের ছবি। আরজি কর কাণ্ড-সহ গোটা রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে পথ চলতি মানুষের হাতে কালো রাখি বেঁধে প্রতিবাদে সামিল হলেন বিজেপি কাউন্সিলর। প্রতিবাদের ছবি দেখা গেল বারাসতেও। বারাসাতের ৫ নম্বর স্টেশন লনে একজোট হল নাগরিক সমাজ। ফের স্লোগান উঠল জাস্টিস ফর আরজিকর স্লোগান। 

প্রতিবাদের ঢেউ বর্ধমানের রাজপথেও। কার্জন গেট চত্বরে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। ছিল পুলিশের কড়া নিরাপত্তা। তারমাধেই প্রতিবাদীরা একে অপরের হাতে কালো ফিতে পরিয়ে দিলেন।