AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi fishermen arrested: আগে ছিল ২৯, এবার ২৬! বারেবারে কীভাবে ভারতের জলসীমা পেরচ্ছেন বাংলাদেশি মৎস্যজীবীরা

South 24 Pargana: গতকাল অর্থাৎ রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনীর টহলদারি জাহাজ ট্রলারটিকে আটক করে। রাতেই আটক ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। ধৃতরা সত্যি মৎস্যজীবী নাকি ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Bangladeshi fishermen arrested: আগে ছিল ২৯, এবার ২৬! বারেবারে কীভাবে ভারতের জলসীমা পেরচ্ছেন বাংলাদেশি মৎস্যজীবীরা
বাংলাদেশি আটকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2025 | 11:06 AM
Share

ফ্রেজারগঞ্জ: আবার আটক বাংলাদেশি ট্রলার । কয়েক ঘণ্টার ব্যবধান আর তারপরই বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক করা হল আরও একটি বাংলাদেশি ট্রলার। এবারের ট্রলারের নাম ‘এফবি মায়ের দোয়া’। সংশ্লিষ্ট ট্রলারটিতে ২৬ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে।

গতকাল অর্থাৎ রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনীর টহলদারি জাহাজ বাংলাদেশি ট্রলারটিকে আটক করে। তারপর রাতে আটক ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। ধৃতরা সত্যি মৎস্যজীবী নাকি ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজ তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, একইরকম ভাবে শনিবার গভীর রাতে একটি ট্রলার সহ ২৯ জন বাংলাদেশিকে আটক করেছিল উপকূলরক্ষী বাহিনী। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটার আগেই আবারও ট্রলার সহ বাংলাদেশি ধরা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক জলসীমায়। পুলিশ জানিয়েছে, ট্রলারগুলোর নৌ-রুট, যন্ত্রপাতি এবং নেভিগেশন সিস্টেমও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে জলপথে অনুপ্রবেশ আটকাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানার নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

সাগর এসডিপিও সুমনকান্তি ঘোষ বলেন, “সন্ধে নাগাদ ফ্রেজারগঞ্জ থেকে আমরা তথ্য পাই ওঁরা ভারতের জলসীমা অতিক্রম করে ঢুকে পড়েছে। তারপর আমরা সেখানে যাই। আর এদের গ্রেফতার করি। পরবর্তী তদন্ত চলবে।” সম্প্রতি দিল্লি লালকেল্লার গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে যোগ মিলছে বাংলাদেশের। তার মধ্যে এভাবে ভারতের জলসীমা অতিক্রম করে এতজন বাংলাদেশি প্রবেশ করায় নড়েচড়ে বসেছে সকলে।