Baruipur Hospital: দুর্ঘটনাগ্রস্ত রোগীর হাতে সেলাই করে ৪০০ টাকা ‘আদায়’, বিতর্কে বারুইপুর হাসপাতাল

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 03, 2023 | 11:04 AM

Baruipur Hospital: বুধবার কুলতলি থানার জামতলার বাসিন্দা ভগীরথ মণ্ডল টোটো উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথা ফাটে,হাত ভাঙে এই অবস্থায় প্রথমে তাঁকে জয়নগর- কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

Baruipur Hospital: দুর্ঘটনাগ্রস্ত রোগীর হাতে সেলাই করে ৪০০ টাকা আদায়, বিতর্কে বারুইপুর হাসপাতাল
রোগীর হাতে সেলাই করে ৪০০ টাকা আদায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: দুর্ঘটনায় আহত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে দ্রুত তাঁর ব্যান্ডেজও করে দেওয়া হয়। তারপরই চাওয়া হয় ৪০০ টাকা। কিন্ত সরকারি হাসপাতালে কেন ব্যান্ডেজ করতে টাকা? রোগীর অভিযোগে বিতর্কে বারুইপুর মহকুমা হাসপাতাল। ব্যান্ডেজ করানোর নামে হাসপাতাল কর্মীরা ৪০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ রোগীর পরিবারের। এই ঘটনায় অসহায় রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন।

বুধবার কুলতলি থানার জামতলার বাসিন্দা ভগীরথ মণ্ডল টোটো উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথা ফাটে,হাত ভাঙে এই অবস্থায় প্রথমে তাঁকে জয়নগর- কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সেখান থেকেই রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো স্থানান্তরিত করা হয়। বাবা পরীক্ষিত মণ্ডলের অভিযোগ, বারুইপুর মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসককে দেখানো হলে চিকিৎসক সেলাই ও ব্যান্ডেজ করার কথা বলেন। আর সেই সেলাই ও ব্যান্ডেজ দেওয়ার নাম করে টাকা ৫০০ টাকা দাবি করেন হাসপাতাল কর্মী।

যুবকের বাবার দাবি, প্রথমে ৩০০ টাকা পরে আবার ১০০ টাকা তাঁদের কাছ থেকে নেওয়া হয় সেলাই করার নাম করে। প্রশ্ন সরকারি হাসপাতাল কেনো সেলাই করার নামে টাকা নেওয়া হল। যদিও এবিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Next Article