Bhangar: ভাঙড়ে আইএসএফে ভাঙন, তৃণমূলে যোগ ৭০টি পরিবারের

Bhangar: খয়রুল ইসলাম জানান, তৃণমূল সরকার এ রাজ্যে যে উন্নয়ন করছে, সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার আইএসএফ ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। যাঁরা এলেন সকলকে দলে স্বাগত জানানো হয়েছে। তাঁরা সকলে আগামিদিন মানুষের জন্য কাজ করবেন বলে আশাবাদী, বক্তব্য খয়রুলের।

Bhangar: ভাঙড়ে আইএসএফে ভাঙন, তৃণমূলে যোগ ৭০টি পরিবারের
তৃণমূলে যোগদান।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 2:36 PM

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আইএসএফে ভাঙন। এবার ভগবানপুর অঞ্চলে প্রায় ৭০টি আইএসএফ পরিবার যোগ দিল তৃণমূলে। বৃহস্পতিবার ভাঙড়ের পাকাপোল বাজারে তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলামের হাত ধরে যোগ দেয় আইএসএফ কর্মীরা।

ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের গাংআইট ৫৫ নম্বর বুথ। সেখানকার প্রায় ৭০টি পরিবারের সদস্যরা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে স্থানীয় তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা।

খয়রুল ইসলাম জানান, তৃণমূল সরকার এ রাজ্যে যে উন্নয়ন করছে, সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার আইএসএফ ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। যাঁরা এলেন সকলকে দলে স্বাগত জানানো হয়েছে। তাঁরা সকলে আগামিদিন মানুষের জন্য কাজ করবেন বলে আশাবাদী, বক্তব্য খয়রুলের।

যদিও যাঁরা তৃণমূলে এদিন যোগ দেন, তাঁদের দাবি, আগে তাঁরা তৃণমূলই করতেন। ভুল বোঝাবুঝির কারণে দল ছেড়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফে যোগ দেন। সেই সব ভুল বোঝাবুঝি সরিয়ে ‘ঘর ওয়াপসি’ হল।

তৃণমূলে যোগদানকারীদের মধ্যে একজন মহম্মদ বাহারুল ইসলাম। তিনি বলেন, “খয়রুল ভাইয়ের নেতৃত্বে আমরা আগেও কাজ করেছি। ভুল বোঝাবুঝির কারণে মাঝে অন্য দলে গিয়েছিলাম। এখন কাজ, উন্নয়ন করে যারা, সেই দলই করতে চাই।”