Bomb Recovery: ভাঙড়ের পানাপুকুরে মিলল এক গাদা তাজা বোমা! শুরু TMC-ISF দায় ঠেলাঠেলি

Satyajit Mondal | Edited By: Soumya Saha

Nov 17, 2023 | 11:45 AM

Bhangar: আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেন কাশীপুর থানায়। বোমা পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পানাপুকুর এলাকার ওই বাগানে যায় এবং বোমাগুলি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Bomb Recovery: ভাঙড়ের পানাপুকুরে মিলল এক গাদা তাজা বোমা! শুরু TMC-ISF দায় ঠেলাঠেলি
বোমা উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়: পঞ্চায়েত ভোটের সময় থেকে বার বার উত্তপ্ত হয়েছে ভাঙড়। অশান্তি, গোলমাল যেন পিছু ছাড়ছে না ভাঙড়ের। এরই মধ্যে ফের এক গাদা বোমা উদ্ধার ভাঙড়ের পানাপুকুর এলাকায়। শুক্রবার সকালে পানাপুকুর এলাকায় একটি বাগানের মধ্যে বস্তা ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। একটি ড্রামের মধ্যে বোমাগুলি রেখে, ড্রাম-সমেত তা ঢুকিয়ে রাখা হয়েছিল বস্তার মধ্যে। পরিত্যক্ত ওই বাগানের মধ্যে সেই বস্তা লুকিয়ে রাখা ছিল। আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেন কাশীপুর থানায়। বোমা পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পানাপুকুর এলাকার ওই বাগানে যায় এবং বোমাগুলি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শুক্রবার সকালে পানাপুকুর এলাকায় বোমা উদ্ধার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূল ও আইএসএফ উভয় পক্ষই একে অন্যের দিকে এই বোমার জন্য দায় ঠেলতে ব্যস্ত। বোমা উদ্ধারের ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি আইএসএফের দিকেই নিশানা করছেন আরাবুল। তাঁর বক্তব্য, “এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য আইএসএফ কর্মী-সমর্থকরা এই বোমা মজুত রেখেছে। সামনেই লোকসভা ভোট। তার আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ।” ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আরাবুল।

যদিও আরাবুলের অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে আইএসএফ শিবির। আইএসএফ নেতা তথা জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, “এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনও যোগ নেই। হিংসার রাজনীতি আইএসএফ করে না। কে বা কারা এই বোমা রেখেছে, তা চিহ্নিত করে অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়া হোক।”

 

Next Article