Joka ESI: দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জোকার হাসপাতালে

Souvik Sarkar | Edited By: অংশুমান গোস্বামী

Mar 29, 2023 | 8:51 PM

জোকা ইএসআই হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। লেডিস হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ইয়েতি গর্গ।

Joka ESI: দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জোকার হাসপাতালে
প্রতীকী চিত্র

Follow Us

জোকা: দেশের বিভিন্ন প্রান্তে রোজই পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা সামনে আসে। কোথাও পড়াশোনার চাপে, কোথাও বা ব়্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু অভিযোগ ওঠে। কোথাও কোথাও আবার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার ঘটনা দেখা যায়। এ বার ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটল খোদ কলকাতা শহরে। জোকায় রয়েছে ইএসআই হাসপাতাল। সেই হাসপাতালেই এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জোকা ইএসআই হাসপাতালে। পুলিশ এসে ছাত্রীর দেহ উদ্ধার করেছে। তবে কেন ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন তা স্পষ্ট নয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জোকা ইএসআই হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। লেডিস হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ইয়েতি গর্গ। তাঁর বয়স ২২ বছর। জোকা ইএসআই হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের আগ্রায়। বুধবার কলেজের হস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোকা ইএসআই হাসপাতালে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article