গোসাবা : বিরোধীদের চ্যালেঞ্জের মুখেও রাজ্যে অনায়াসে ক্ষমতায় এসেছে তৃণমূল (TMC)। তৃতীয়বার এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝিয়ে দিয়েছেন, এবার তাঁর লক্ষ্য নবান্ন নয়, দিল্লি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই মাঠে মেনে পড়েছে ঘাসফুল শিবির। ত্রিপুরা কিংবা গোয়ার মতো রাজ্যে সংগঠন মজবুত করার ক্ষেত্রে মন দিয়েছে তৃণমূল। আর এবার রাজ্যে উপ নির্বাচনের প্রচারেও শোনা গেল ভিন রাজ্যে নিয়ে তৃণমূলের আত্মবিশ্বাস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলায় শোনা গেল দিল্লির লক্ষ্যে নয়া স্লোগান, ‘দেশ কি নেত্রী ক্য়ায়সি হ্যায়, মমতা ব্যানার্জী ক্যায়সি হো, মমতা দিদি জ্যায়সি হো।’
আজ শনিবার গোসাবায় উপ নির্বাচনের প্রচারে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকেই এই স্লোগান দেন তিনি। পাশাপাশি বার্তা দেন গোয়া ও ত্রিপুরায় এবার তাঁদের জয় নিশ্চিত। তিনি বলেন, ‘দেশের সর্বত্র মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। চারপাশে একটাই আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী ক্য়ায়সি হ্যায়, মমতা ব্যানার্জী ক্যায়সি হো, মমতা দিদি জ্যায়সি হো।’
‘আপনারা আজ লিখে রাখুন, গোয়ায় বিজেপিকে হারিয়ে তৃণমূল উন্নয়নমূলক সরকার গঠন করবে। লিখে রাখুন, দেড় বছরের মধ্যে ত্রিপুরা. ক্ষমতায় আসবে তৃণমূল।’ তাঁর দাবি, বিপ্লব দেবের যত ক্ষমতা আছে সব প্রয়োগ করলেও অদূর ভবিষ্যতে তৃণমূলের আদর্শ প্রতিষ্ঠা হবে। বিজেপিকে রাজ্য ছাড়া করে ত্রিপুরায় সরকার গঠন করে তৃণমূল নজির গড়বে বলেও উল্লেখ করেন তিনি।
এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘একটা কথা মনে রাখা দরকার গোয়ায় মাত্র দুটি ও ত্রিপুরায় দুটি লোকসভা আসন রয়েছে। বাংলা বাদে ৫৪৩ টা আসনে তৃণমূল লড়বেন কী ভাবে।’ তিনি বলেন, ‘সবথেকে ক্ষুদ্রকায় দেশের দিকে নজর দিচ্ছেন কেন। বড় বড় রাজ্যগুলোকে বাদ দিচ্ছেন কেন।’ বিজেপি নেতা মনে করেন, আসলে জাতীয় দলের তকমা পাওয়াই আসল উদ্দেশ্য, সেই কারণেই এই তৎপরতা।
ত্রিপুরা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জয়প্রকাশ মজুমদার বলেন, ‘যখন সিপিএম ছিল, তখন ত্রিপুরার কথা মনে পড়েনি।’ তিনি হিসেব দিয়ে বলেন, গোয়ায় মাত্র দুটি ও ত্রিপুরায় দুটি লোকসভা আসন রয়েছে। এ ছাড়া রয়েছে বাংলার ৪২টি আসন। তাঁর কথায়, ‘বিজেপির বিরুদ্ধে মাত্র ৪৬ টা আসনে লড়বে তৃণমূল। তাই দেশ কি নেত্রীর স্লোগান কি বাতুলতা নয়?’
আরও পড়ুন : অবশেষে বাতিল হয়ে গেল ফিরহাদের সভা, নেপথ্যে কি গোষ্ঠীকোন্দল?
গোসাবা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। তাঁর মৃত্যু হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আজ উত্তর ২৪ পরগনার খড়দাতেও জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : Abhishek Banerjee: নেত্রীর পায়ে ধরে বলেছি, গদ্দারদের দলে ঢোকানো যাবে না