AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: নতুন কিছু সংযোজন হবে ডায়মন্ড হারবার মডেলে? অগস্টেই বৈঠকে বসবেন অভিষেক

Abhishek Banerjee: এমনকী বাকি লোকসভা কেন্দ্রগুলিতেও 'ডায়মন্ড হারবার মডেল' চালু হবে বলেও জানিয়েছিলেন তিনি। আর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জেতার পর ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: নতুন কিছু সংযোজন হবে ডায়মন্ড হারবার মডেলে? অগস্টেই বৈঠকে বসবেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 2:12 PM
Share

কলকাতা: সেই করোনার সময় থেকেই ‘ডায়মন্ড-হারবার মডেল’ রাজ্য-রাজনীতির অন্যতম চর্চার বিষয়। লোকসভা নির্বাচনের সময় ভোটের প্রচারে গিয়ে সেখানকার সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের উন্নয়নে প্রতি বছরে, প্রতি মাসে ও প্রতি ঘণ্টায় কত টাকা খরচ হয়েছিল তাঁর একটি হিসাব দিয়েছিলেন। এমনকী বাকি লোকসভা কেন্দ্রগুলিতেও ‘ডায়মন্ড হারবার মডেল’ চালু হবে বলেও জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে নির্বাচনে বিপুল ভোটে জেতার পর ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে এই বৈঠকে বসবেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, তাঁর ‘ডায়মন্ড হারবার মডেলে’ হতে পারে নতুন কোনও সংযোজন।

জেলা তৃণমূল সূত্রের দাবি, আগামী ১০ ই আগস্ট ডায়মন্ড হারবারের ওই বৈঠক হতে চলেছে। যদিও এনিয়ে প্রশাসনিক ভাবে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে ১০ তারিখকে মাথায় রেখেই প্রস্তুতি চলছে বৈঠকের। ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সর্বোচ্চ ভোটে জিতেছেন অভিষেক। গোটা দেশের মধ্যে যা রেকর্ড হিসাবে গণ্য। ভোট পর্ব মিটতেই এবার সংসদীয় এলাকায় উন্নয়নের কাজ শুরু করবেন অভিষেক। তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’ বহু ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে একাধিকবার। এবার এই উন্নয়ন মডেলে নতুন কী কী সংযোজন হবে তা নিয়ে পরিকল্পনা নিতে পারে সংসদ অভিষেক বলে খবর সূত্রের। সেই সঙ্গে চলমান প্রকল্প গুলির অগ্রগতির হিসেব ও নেবেন সাংসদ।