Bhangar: আবারও উত্তপ্ত ভাঙড়, পোস্টার ঘিরে ISF-TMC সংঘর্ষ

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Jan 13, 2024 | 7:40 PM

Bhangar: গতকালই তৃণমূল-আইএসএফের গোলমালে উত্তপ্ত হয় এলাকা। এই দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই ভাঙড়ের খড়গাছি এলাকায় ব্যাপক ঝামেলা হয়। ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। এরইমধ্যে আজ শনিবার আবার এক ঘটনা।

Bhangar: আবারও উত্তপ্ত ভাঙড়, পোস্টার ঘিরে ISF-TMC সংঘর্ষ
আইএসএফ-তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়: পতাকা লাগানোকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ভাঙড়ে। এবার ঘটনাস্থল ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ এলাকা। ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার সাঁটানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল সমর্থকরা সেই পোস্টার লাগাতে বাধা দেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। এরপরই হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।

এমনকী তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও তোলে আইএসএফ। যদিও আইএসএফের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বরং তাদের দাবি, চালতাবেড়িয়া অঞ্চলের ছেলেরা পতাকা লাগানোর নাম করে ভগবানপুর অঞ্চলে ঢুকে পড়ে। সেখানে গোলমাল শুরু হয়। প্রতিবাদ করলে মারধর করা হয়। এমনকী আইএসএফের কর্মী সমর্থকরা গুলি চালিয়েছে বলে তৃণমূল অভিযোগ করে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের কাশীপুর ও পোলেরহাট থানার পুলিশ।

গতকালই তৃণমূল-আইএসএফের গোলমালে উত্তপ্ত হয় এলাকা। এই দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই ভাঙড়ের খড়গাছি এলাকায় ব্যাপক ঝামেলা হয়। ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। এরইমধ্যে আজ শনিবার আবার এক ঘটনা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে ভাঙড়। এর আগে পঞ্চায়েত ভোটের আবহে অগ্নিগর্ভ ভাঙড় দেখে রাজ্যবাসী। দেশের সাধারণ নির্বাচনের আবহে কি আবারও সেই একই ছবি দেখবে এখানকার মানুষ, প্রশ্ন স্থানীয়দেরই।

Next Article
Canning: ভয়াবহ! বাঁশ-লাঠি নিয়ে রাতে বাড়িতে ঢোকে ৫০-৬০ জন, তারপর নাবালিকার সঙ্গে ঘরে যা হল…
Ganga Sagar Mela: শাহিস্নানের আগেই রেকর্ড ভিড় গঙ্গাসাগরে, সংখ্যা শুনলে চমকে যাবেন…